বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

সংরক্ষিত নারী সংসদ সদস্য হচ্ছেন পারভীন ওসমান

নিজস্ব প্রতিবেদন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে জাতীয় পার্টি থেকে পারভীন ওসমানকে মনোনয়ন দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান।

পারভীন ওসমানসহ মোট ৪ জনকে মনোনয়ন দিয়েছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকারের বরাবর চিঠি পাঠানো হয়েছে।

এবার জাতীয় পার্টি সংসদে ২২টি আসন পেয়েছে। এই হিসাবে দলটির ৪টি সংরক্ষিত মহিলা সদস্য পাওয়ার কথা। সেই ক্ষেত্রে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ আসন নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগ থেকে কোন নাম প্রস্তাব না করলে প্রভাবশালী ওসমান পরিবারের পুত্রবধূ, প্রয়াত নাসিম ওসমানের সহধর্মিণী হচ্ছেন একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য। এই আসনে দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের এড. হোসনে আরা বেগম বাবলি। 

নাসিম ওসমান জাতীয় পার্টির হয়ে ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ ও ২০১৪ সাল নিয়ে মোট ৪ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ৩০ এপ্রিল নাসিম ওসমান ভারতের দেরাদুনে একটি আবাসিক হোটেলে অবস্থানকালে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়াত স্বামী নাসিম ওসমানের আসন নারায়ণগঞ্জ-৫ এ মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন পারভিন ওসমান। যোগ দিয়েছেন জাতীয় পার্টিতে। মনোনয়ন ঘোষণার আগে চালিয়েছেন একাধিক প্রচারণা। দেবর সেলিম ওসমান মহাজোটের টিকেট পেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য পারভিন ওসমান রাজনৈতিক প্রচারণা থেকে নিজেকে গুটিয়ে নেন। তবে তাঁর কর্মীদেরকে সেলিম ওসমানের পক্ষে কাজ করতে বলেন।