শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

১৫ নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১৫ নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা ডিআইটির সিটি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জানুয়ারী) সকালে ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস এর সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উস্থিত ছিলেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ এর ইন্সপেক্টর মোঃ নুরুল ইসলাম, ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ শেখ ফরহাদ, জেলা শিক্ষা অফিস নারায়ণগঞ্জ এর সহকারী পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম, ওয়ার্ড সচিব মোঃ আবুল কালাম, ১১ নং বংশাল এবং ৩১ নং নয়ামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ।

সভার সঞ্চালনায় ছিলেন সিপিডির নারায়ণগঞ্জ এর প্রজেক্ট কো অর্ডিনেটর কাজী এনামুল কবির। সভায় ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যাবলী পর্যালোচনা, নগর ঝুঁকি হ্রাস পরিকল্পনা বাস্তবায়ন, অগ্নি প্রতিরোধ ও ভূমিকম্পে করণীয় বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, উন্মুক্ত স্থান পরিচালনা সহ আরবান কমিউনিটি ভলান্টিয়ার ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হয়।

কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, নগরে দুর্যোগ বিষয়ক সংগঠন থাকা অত্যন্ত প্রয়োজন। তিনি আরো বলেন, প্রাকৃতিক, মানব সৃষ্ট এবং সামাজিক দুর্যোগ সকলই ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আওতা ভুক্ত। ১৫ নং ওয়ার্ডে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কার্যক্রম বন্ধ হওয়ার কোন সুযোগ নাই। বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতা থাকলে বা না থাকলেও সিটি কর্পোরেশনের উদ্যোগে এ কার্যক্রম চলমান থাকবে। তিনি আরো বলেন দুর্যোগের তিনটি স্তর এর মধ্যে প্রথম স্তর অর্থ্যাৎ দুর্যোগ পূর্ব-প্রস্তুতিকে বেশী শক্তিশালী করতে হবে তাহলে পরবর্তী স্তরগুলোও সহজেই শক্তিশালী হবে।

মুক্ত আলোচনায় রাইসুল রুশদী বলেন, দুর্যোগ বিষয়ক কার্যক্রম সিটি কর্পোরেশনের আওতায় যুক্ত রাখতে হবে । বিদ্যালয় গুলোতে দুর্যোগ বিষয়ক কার্যক্রম পরিচালনা ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে।

ফটো সাংবাদিক প্রণব রায় বলেন, সিটি কর্পোরেশনের মাধ্যমে ভলান্টিয়ার কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ শেখ ফরহাদ বলেন, দুর্যোগ বিষয়ক প্রকল্প আরো বড় আকারে আসা উচিত, তিনি আরো বলে সিপিডি ও সেভ দ্য চিলড্রেন এর দুর্যোগ এর প্রকল্পের মাধ্যমে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে অগ্নি নির্বাপণ যন্ত্র, অগ্নিকান্ড, ভূমিকম্প এবং দুর্যোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে।

৩১ নং নয়ামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনা আক্তার বলেন, বিদ্যালয়ে স্লিপ কার্যক্রম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভায় এবং শিক্ষার্থীদের ক্লাস সেশনে দুর্যোগ বিষয় অর্ন্তভুক্ত হওয়ায় বিদ্যালয় পর্যায়ে দুর্যোগ বিষয়ে জ্ঞানও দক্ষতা বৃদ্ধি পায়।