শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চাষাড়ায় এসপির নেতৃত্বে অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

জেলা পুলিশ সুপার হারুন অর রশিদের নেতৃত্বে চাষাড়ার আশেপাশের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাষাড়া শহীদ মিনার সংলগ্ন বেইলি টাওয়ারের সামনের সড়ক ও মহিলা কলেজের সামনের সড়কের উপর অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা হয়।

অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ শেষে চাষাড়া শহীদ মিনারে প্রেস ব্রিফিং করেন তিনি। প্রেস বিফিংয়ে পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, ‘সাধারণ মানুষের নাগরিক সুবিধার জন্য সকল কাজ আমরা করবো। এ কারণে আমরা আজকে শহরের বিভিন্ন এলাকা ঘুরেছি। আমরা প্রাথমিকভাবে বেইলি টাওয়ারের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ করেছি। এছাড়া মহিলা কলেজের সামনেও শুনেছি স্ট্যান্ড আছে সেটাও উচ্ছেদ করা হবে। নতুন বছরের জানুয়ারি মাসটি জুড়ে থাকবে যানজট, হকার, মাদক মুক্ত নারায়ণগঞ্জ করার অভিযান।’

 

এ সময় তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে চাষাড়ার আশেপাশের যানজট মুক্ত করার জন্য কাজ করবো। রাস্তার প্রতিবন্ধকতা করে পার্কিং করলে সাধারণ মানুষের নাগরিক সুবিধা ব্যাহত হয়। একটি রাস্তা সাধারণ মানুষের চলাচলের জন্য। কিন্তু সেই রাস্তায় হকার ও সিএনজি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা চলবে না। আমাদের দায়িত্ব রাস্তা থেকে হকার ও যানজট মুক্ত করা।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) মো. মেহেদী ইমরান সিদ্দিকী, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম, ফতুল্লা মডেল থানার পরিদর্শন (তদন্ত) মো. শাহ্ আলম, ডিআইও-২ মো. সাজ্জাদ রোমন সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, প্রেস ব্রিফিং শেষে অবৈধ স্ট্যান্ডগুলোতে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা যায়।