সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

লক্ষ্য যখন বিসিএস

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:২০ পিএম, ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

যারা অনার্স চতুর্থ বর্ষ শেষ করার পরেও জানেন না, কিভাবে বিসিএস প্রস্তুতি শুরু করবেন। অথবা অনেকই এমন আছেন যে, অনার্স মাস্টার্স শেষ। এখন শুধু বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন। তো আর বসে থাকার সময় কোথায়। সময় নষ্ট না করে এখনই প্রস্তুতি শুরু করুন।

কাঙ্খিত বিসিএস পরীক্ষায় সফল হতে হলে এখনই সময়কে কাজে লাগান, চেষ্টা করুন। ভোর হওয়ার আগেই যে সাধনা শুরু করবে, রাত গভীর হওয়ার পরেও যার চেষ্টা চলতে থাকবে, সে সফল হবেই। দুনিয়াতে ট্যালেন্ট বলতে কিছু নেই। যে পরিশ্রম করে সেই ট্যালেন্ট। কেউই শর্টকাটে সফল হতে পারে না। আপনিও পারবেন না। বিসিএস প্রস্তুতির জন্য প্রথমে রেফারেন্স বইসহ বাজারের সব গাইড বই কিনে ফেলুন। বইয়ের পেছনে বিনিয়োগ করুন। বেশি বেশি প্রশ্নের ধরণ স্টাডি করুন। নিজের সাজেশনস নিজেই রেডি করুন।

1.লক্ষ্য যখন বিসিএস

লিখিত পরীক্ষায় দ্রুত লিখতে হয়। তাই প্রতি ৩-৫ মিনিটে ১ পৃষ্ঠা লেখার প্র্যাকটিস করুন। লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে দুটো ব্যাপার মাথায় রাখুন।

১. বিসিএস পরীক্ষায় কী কী পড়বেন, সেটা ঠিক করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হল, কী কী পড়বেন না, সেটা ঠিক করা।

২. মুখস্থ করার দরকার নেই। শতভাগ শিখেছি ভেবে তার ষাটভাগ ভুলে গিয়ে বাকি চল্লিশভাগকে ঠিকমতো কাজে লাগান।

প্রথমে আপনি নিজেই নিজেকে জিজ্ঞেস করুন আপনি কোন বিষয়ে দুর্বল। আপনার কাছে সবচেয়ে কঠিন যে বিষয়টা মনে হয় সেই বিষয় দিয়ে শুরু করুন।

আপনি যদি গণিতে দুর্বল হয়ে থাকেন তাহলে গণিতের জন্য একটু বেশি সময় হাতে রাখুন। প্রথমে গণিতের একটা চার্ট কিনে বেসিক সূত্রগুলো মুখস্থ করে ফেলুন। দৈনিক ২-৩ টার বেশি সূত্র পড়বেন না। কারণ একসাথে বেশি সূত্র পড়লে মনে থাকবে না ভালো করে। যদি এইভাবে পড়েন নিয়মিত, দেখবেন আপনার সব সূত্র মুখস্থ হয়ে গেছে ১-২ মাসের মধ্যে।

দৈনিক রুটিনে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত টেক্সবুকের অংকগুলো করে ফেলুন। গণিতে ভালো করার জন্য প্র্যাক্টিসের কোনো বিকল্প নেই।

2.লক্ষ্য যখন বিসিএস

তারপর বিসিএস প্রিলিতে আসা বিগত সালের গণিতে প্রশ্নগুলো সমাধান করে ফেলুন (প্রয়োজনে অভিজ্ঞদের সাহায্য নিন কিংবা গ্রুপ স্টাডি করুন)।

শিক্ষার্থীদের জাতীয় সমস্যা হলো ইংরেজীতে। ইংলিশের জন্য আপনি একটা বেসিক ইংলিশ বই শেষ করুন। বইগুলো শেষ করুন বিসিএস প্রিলি সিলেবাস অনুযায়ী। তবে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে ২টি গণিত সূত্র মুখস্থ করুন। শব্দ ভান্ডার পড়ার সময় একটু শব্দ করে পড়বেন এবং খাতায় বার বার লিখবেন তাহলে মনে থাকবে বেশি দিন।

যাদের শব্দ ভান্ডার মনে থাকে না তারা অল্প করে পড়ুন। তারপর ক্রমান্বয়ে মনে থাকার পরিমাণ বাড়বে। শব্দ ভান্ডার বইয়ের মধ্যকার শুধু বড় বড় শব্দগুলো পড়বেন বাংলা অর্থসহ, তারপর সাথে সমার্থক শব্দ পড়বেন, তৃতীয়বার মূল শব্দের সাথে বিপরীত শব্দ পড়বেন। চতুর্থবার মুল শব্দের সাথে সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ মিলেয়ে পড়বেন। এইভাবে পড়লে ইফেকটিভ হবে। তাছাড়া, আপনার হাতে যদি সময় থাকে দৈনিক ইংরেজী পেপারটি পড়ার অভ্যাস গড়ে তুলুন।

সফল আপনি হবেন এই আত্মবিশ্বাস নিয়ে রুটিন করে পড়াশোনায় মনোনিবেশ করুন। সবার জন্য শুভকামনা।