ফাঁস হয়েছে ব্যক্তিগত ছবিও! ক্ষমা চাইছে ফেসবুক
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:০৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার
বিশ্বের শীর্ষ স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ৬৮ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য যখন তখন ফাঁস হয়ে গিয়েছে। এক দিন নয়, ১২ দিনে ধরে ঘটেছে এই ঘটনা। এই তথ্য জানিয়ে ক্ষমা চাইল ফেসবুক কর্তৃপক্ষ। তার পরে তোলপাড় বিশ্ব জুড়ে।
কিন্তু কী কারণে ঘটেছিল এই বিপদ?
সূত্রের খবর, এই নিরাপত্তার ভাঙনটির বীজ ছিল একটি ‘বাগ’। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে একটি ‘বাগ’ এর কারণে এক থার্ড পার্টি ডেভলপার ফেসবুকে গ্রাহকের ছবি ব্যবহার করার সুযোগ পেয়ে যায়। ‘বাগ’ হলো কম্পিউটার প্রোগ্রামে এক ধরনের বিচ্যুতি, যার ফলে নানা ধরনের নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে।
ফেসবুক সূত্রেই জানা গিয়েছে, সেপ্টেম্বরের শেষে ঘটেছে এই ঘটনা। বাগ-এর কারণে থার্ড পার্টির কাছে পৌঁছে গিয়েছে গ্রাহকের ব্যক্তিগত তথ্য, ছবি।
গত শুক্রবার ফেসবুক থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, অনিচ্ছাকৃত এই বিপদের শঙ্কা তৈরি হওয়ায় আমরা দুঃখিত। আমরা কাজ করছি। গ্রাহকের ছবি ও তথ্য যাতে সুরক্ষিত থাকে, তৃতীয় পক্ষ যাতে তা ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করার জন্য আমরা বদ্ধপরিকর।