হাল্ট প্রাইজ ক্যাম্পাস রাউন্ডে শাবির ‘টিম প্রত্যয়’ চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:২৩ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ড’আইডিয়া উপস্থাপনায় ‘টিম প্রত্যয়’চ্যাম্পিয়ন হয়েছে। তারা প্লাষ্টিক বোতলকে ‘রিসাইকেল’করে ভিন্নধর্মী বিভিন্ন পণ্য প্রস্তুতের উপর আইডিয়া উপস্থাপন করেন।
দলটি ২০১৯ সালের মার্চে ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য রিজিওনাল ফাইনাল প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন টিমের সাথে প্রতিযোগীতা করবে।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের আই.আই.সি.টি ভবনের গ্যালারি-১ এ ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে ৬টি দল তাদের আইডিয়া উপস্থাপন করে। দলগুলো হলো-টিম সাস্টেইন্ড, টিম প্রত্যয়, বিজনেস গিকস, টিম ক্যাম্পাস, টিম ডোপামাইন ও সাস্ট টাইটানস।
এতে টিম প্রত্যয়কে চ্যাম্পিয়ন, টিম ডোপামাইন ও টিম ক্যাম্পাসকে ২য় ও ৩য় হিসেবে ষোষণা করা হয়।
টিম প্রত্যয় দলের সদস্যরা হলেন, মো জোবায়ের হোসেন, তন্ময় কৃষ্ণ দাশ, নাঈম এহতেশাম, মো. আশরাফুল রহমান রিফাত। সবাই শাবির সিএসই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
প্রতিযোগীতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শাবির সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তী, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো জিয়াউল ইসলাম টিটু ও ওয়ার্ল্ড হ্যাপীনেস এন্ড পিচ ফাউন্ডেশনের কো-ফাউন্ডার চৌধুরী কায়সার মোহাম্মদ রিয়াদ।
পরে ‘হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ড’ এর ক্যাম্পাস ডিরেক্টর মো শামসুল হক সাদী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানের স্পন্সর হিসেবে ছিলেন ইবনে সিনা, উয়াই এস আই বাংলা, লিডসাস গ্লোবাল একশন, ফ্রিল্যান্স ল্যাব, আল হারামাইন হসপিটাল, টেকনোহিবেন লিমিটেড, সিকে ইন্ডাস্ট্রিজ ফুড পার্টনার হিসেবে নওয়াবস কিচেন, সাহেবিয়ান্স।
উল্লেখ্য, হাল্ট প্রাইজ সাস্ট এর প্রথম পর্ব ১ ডিসেম্বর ওয়ার্কসপ ও ইনফো শেসন দিয়ে শুরু হয়। এদিকে আইডিয়া সাবমিশনের মধ্য থেকে ১৭টি টিম নিয়ে ৮ ডিসেম্বর সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।