মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

ইবিতে পিএইচডি সেমিনার

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গণিত বিভাগের আয়োজনে ‘ফোর্থ অর্ডার আর্বেটারি টু-পয়েন্ট বাউন্ডারি ভেলু প্রবেলেম : এ ফিক্স পয়েন্ট থিওরি এপ্রোচ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয় পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান (২য় বিজ্ঞান) ভবনে বিভাগের ২৩২ নম্বর কক্ষে এ সেমিনার এর আয়োজন করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো: জুলফিকার আলীর তত্ত্বাবধায়নে ‘ডিফারেনটশিয়াল ইকুয়েশন বাই এপ্লাইন ফিক্স পয়েন্ট থিওরিমস’ বিষয়ের উপর পিএইচডি গবেষণা করেন ইবি গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো: আসাদুজ্জামান।

 

গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমানের সঞ্চালনায় সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক মো: আসাদুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মামুন, গণিত বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক কামরুন্নাহার, বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আবুল কাওসার, সহযোগী অধ্যাপক ড. শফিকুর রহমান, সহকারী অধ্যাপক সজীব আলী, সহকারী অধ্যাপক ড. নূরুল ইসলাম প্রমূখ।