যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
বিনোদন ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৪১ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
হাইকোর্টে প্রার্থিতা ফিরে পাওয়া বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী হিরো আলম আগামীকাল বুধবার বগুড়া জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে প্রতীক নেয়ার পর প্রচারণা শুরু করবেন।
এদিকে আজ মঙ্গলবার বিকালে হিরো আলম জানান, তিনি সকালে ঢাকার হাইকোর্টের মাজার জিয়ারত করেছেন। বুধবার বগুড়ায় ফিরে প্রথমে রিটার্নিং অফিসারের কাছে পছন্দের সিংহ প্রতীক নেবেন। এরপর নন্দীগ্রাম উপজেলা ও পরে কাহালু উপজেলায় মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
তিনি জানান, আমাকে নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। মিথ্যা অজুহাতে রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করেছিল। হাইকোর্টে গিয়ে সুবিচার পেয়েছি। আমাকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয়ায় মাননীয় বিচারপতি, মিডিয়াকর্মী ও সমর্থকদের কৃতজ্ঞতা জানাচ্ছি।
হিরো আলম জানান, তিনি ঢাকাতে অবস্থান করায় সমর্থকরা সবসময় ফোন করছেন। নন্দীগ্রাম উপজেলা যুব সংহতির সভাপতি কামাল পাশাসহ বিভিন্ন এলাকার সমর্থকরা গত দু’দিন ধরে মিষ্টি বিতরণ করছেন। তিনি প্রার্থী হওয়ায় তরুণ সমাজের মাঝে সাড়া জেগেছে। তার বিশ্বাস নির্বাচনে