মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘ইক্বরা’ আন্তজার্তিক ক্বিরাত সম্মেলন ৮ ফেব্রুয়ারি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২৫ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার

আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর ১৯তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০১৯ আগামী ৮ ফেব্রুয়ারি শুক্রবার, বাইতুল মুকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

প্রতি বছরের মতো এবারো সম্মেলনে বিশ্বের স্বনামধন্য ক্বারি, বিভিন্ন দেশের আমন্ত্রিত মেহমান, বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথীবৃন্দ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ আরো অনেকে অংশগ্রহণ করবেন।

এ বছর বাংলাদেশ, ইরান, তুরস্ক, ব্রুনাই, মালেয়শিয়া, মিসরের ক্বারীরা উপস্থিত থাকবেন।

১৯৬৭ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কোরআন তিলাওয়াতের রেওয়াজ বাংলাদেশে চালু হয়েছিল যা হজরত মাওলানা ক্বারি মুহাম্মদ ইউসুফ (রহ.) এর হাত ধরে।

হজরত মাওলানা ক্বারি মুহাম্মদ ইউসুফ (রহ.) ছিলেন ইক্বরার প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের সাবেক প্রধান ক্বারি ।

এবারের সম্মেলনের পৃষ্ঠপোষকতায় রয়েছে পিএইচপি গ্রুপ এবং সার্বিক সহযোগিতায় রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

উক্ত সম্মেলনে এদেশের সেসব শ্রোতা যারা কোরআনকে ভালোবাসেন তাদের সকলের উপস্থিতি আশা করা হচ্ছে।