নীলদল ছাড়াই বেরোবির শিক্ষক সমিতির নির্বাচন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:০০ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার

আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীলদলকে ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে বেরোবির শিক্ষক সমিতির নির্বাচন। দলটি কৌশলগত কারণে নির্বাচন থেকে সরে এসেছে বলে জানা গেছে।
সূত্রে জানা গেছে, আগামী ২০ জানুয়ারি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৭ম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত ৮ জানুয়ারি তফসিল ঘোষণা করা হয়ে। মনোনয়নপত্র তোলার এবং জমাদানের তারিখ নির্ধারিত হয়েছিল ১০ থেকে ১৩ জানুয়ারি।
নির্বাচনে প্রগতিশীল শিক্ষক সমাজ থেকে একই পদের জন্য একাধিক প্রার্থী মনোনয়ন জমা দিলেও নীল দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ মনোনয়ন জমা দেয়নি বলে জানা যায়।
দলটির সভাপতি ড. নিতাই কুমার ঘোষ বলেন, কৌশলগত কারণে নির্বাচনে অংশগ্রহণ করা হচ্ছে না। তবে কেউ যদি ফরম জমা দেয় সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। দলের পক্ষ থেকে কাউকে প্রার্থী ঘোষণা করা হয়নি।
এদিকে, নির্বাচন ঘিরে গতকাল রোববার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রগতিশীল শিক্ষক সমাজের পক্ষ থেকে সব পদের জন্যই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম বলেন, আমরা যথাযথ নিয়মেই মনোনয়নপত্র সংগ্রহ করেছি। তবে বিভিন্ন পদে একাধিক প্রার্থী হওয়ায় ১৫ জানুয়ারি (আগামীকাল মঙ্গলবার) দলের সিদ্ধান্ত অনুযায়ী মূল প্যানেল ঘোষণা করব।
শিক্ষক সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ড. রুহুল আমীন জানান, ১০ থেকে ১৩ জানুয়ারি মনোনয়নপত্র উত্তোলনের জন্য বলা হয়েছে। প্রার্থীরা মনোনয়ন তুলেছেন এবং জমা দিয়েছেন। ১৫ জানুয়ারি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর ২০ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।