স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বুকে লাথি দিয়ে এএসআই ক্লোজড
নিউজ ডেক্স
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:২১ এএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ভোলার বাংলা স্কুল মোড়ে মোটরসাইকেলের কাগজ পরীক্ষার সময় এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রকাশ্যে পেটানোর ঘটনায় জড়িত ট্রাফিক পুলিশের এএসআই শাহে আলমকে ক্লোজড করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা ও তদন্ত টিম গঠন করা হয়েছে।
সোমবার ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভোলা থানায় বসে মারধরের বিষয়টির সমঝোতা করা হয়। ওই ঘটনায় এএসআই শাহে আলম ক্ষমা চেয়েছেন।
এর আগে রোববার বিকেলে ভোলার বাংলাস্কুল মোড়ে এ ঘটনা ঘটে। মারধরের শিকার আওলাদ হোসেন (৩২) বোরহানউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সম্পাদক। পেটানোর এই ভিডিও সোমবারই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে রাতেই ওই এএসআইকে ক্লোজড করা হয়।
আওলাদ হোসেন জানান, তার এক বন্ধুকে নিয়ে দুটি আলাদা মোটরসাইকেল যোগে ভোলা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় শহরের বাংলা স্কুল মোড়ে পুলিশ তাদের মোটরসাইকেল তল্লাশির জন্য দাঁড় করায়। কাগজপত্র ঠিক থাকায় আওলাদকে ছেড়ে দেন এএসআই শাহে আলম। কিন্তু তার বন্ধুর হেলমেট না থাকাসহ কাগজে কিছু অসঙ্গতির জন্য মোটরসাইকেল আটকে রাখেন তিনি।
আওলাদ আরও জানান, এ সময় নিজের পরিচয় দিতেই শাহে আলম অনুরোধ করতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। তর্ক-বিতর্কে তিনি আওলাদের ওপর চড়াও হন। পরে তার গলার মাফলার টেনে ধরে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে লাথি মারতে থাকেন।