সোনারগাঁ হবে পর্যটনের রাজধানী: সংস্কৃতি প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:২৫ পিএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
আগামীতে সোনারগাঁ পর্যটনের রাজধানী হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। তিনি বলেন, সোনারগাঁয়ের এই ১৬৮ বিঘা জমি যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে সোনারগাঁকে পর্যটনের রাজধানী হিসেবে আপনাদের যে দাবি আছে তা বাস্তবায়ন কেবল সময়ের ব্যাপার মাত্র।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে সোনারগাঁয়ে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা চেষ্টা করব আগামী বাজেটে এই সোনারগাঁকে কেন্দ্র করে যেন পূর্ণাঙ্গ কর্মকাণ্ড গ্রহণ করা হয়। আমি কথা দিয়ে গেলাম আমি এই দাবি পেশ করবো। আমি বিশ্বাস করি যদি আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত সঠিক জায়গায় নিতে পারি তাহলে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন হবে।’
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মধ্য দিয়ে আমি চেষ্টা করব আপনাদের এই সংস্কৃতি মন্ত্রণালয়ের সোনারগাঁয়ে কারুশিল্পের যে জায়গাটি রয়েছে সেটিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়া। যাতে করে আমাদের ঐতিহ্য সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। আমি চাইব, সোনারগাঁয়ের ইতিহাসগুলোকে লিপিবদ্ধ করা হয় যাতে যখন কেউ এখানে আসবে তারা দেখে এই সোনারগাঁয়ের ইতিহাস বুঝতে পারে।’
লোক ও কারু শিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ মোল্লা বাদশা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এড. নূর জাহান, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ অঞ্চল) মো. খোরশেদ আলম, সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার সোহেল রানা, ডেপুটি কমান্ডার ওসমান গণি প্রমুখ।