আড়াইহাজারে ২১৬ আশ্রয়হীন পরিবারকে ঘর দিয়েছে সরকার
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪২ পিএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
আড়াইহাজার উপজেলার ২১৬ টি আশ্রয়হীন পরিবার পেয়েছে সরকারি ঘর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের ‘যার জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে ঘর নির্মাণ’ উপখাতের আওতাভুক্ত প্রকল্পে ঘরহীন পরিবারকে এ ঘর দেয়া হয়েছে।
সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটোরিয়ামে এসব ঘরের চাবি অশ্রয়হীন পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, পৌর মেয়র সুন্দর আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু ছাঈদ মল্লিক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নজরুল ইসলাম বাবু বলেন, প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ‘যার জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে ঘর নির্মাণ’ উপখাতের আওতায় সারাদেশে অসহায় দুস্থদের ঘর নির্মাণ করে দিয়েছেন। দেশের সব শ্রেণিপেশার মানুষ যাতে সুখে-শান্তিতে বসবাস করতে পারেন সে জন্য শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ঘর পাওয়া ব্রাহ্মন্দী ইউনিয়নের শাহীনা আক্তার জানান, আমার জায়গা থাকলেও ঘর তৈরির সাধ্য ছিল না। শেখের বেটি আমাগো ঘর বানাই দিছে আল্লাহ তারে বাচাইয়া রাখুক। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা।
উপজেলার বাজবী গ্রামের রফিজউদ্দিন বলেন, ‘অর্থাভাবে ভালো ঘর তৈরি করতে পারেননি । ছাপরা ঘরে কোনমতে থাকতাম। বৃষ্টি হলেই পানিতে ভেসে যেত ঘরের মেঝে। এখন সরকার আমাদের ঘর দিয়েছে। স্ত্রী-সন্তান নিয়ে ভিটি পাকা ঘরে থাকার স্বপ্ন পূরণ হইছে আমার।’