আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবে আইনজীবীরা
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:২৭ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার
আগামী ২৪ জানুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা আজ বুধবার(১৬.০১.১৯) থেকে শুরু হতে হচ্ছে। ফলে নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছে আদালত পাড়া।
বুধবার (১৬ জানুয়ারি) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে প্রার্থীরা শুরু করবে তাদের আনুষ্ঠানিক প্রচারণার কাজ। এর মধ্যেই প্রার্থীরা শুরু করেছেন অনানুষ্ঠানিক প্রচারণা এবং ব্যক্তিগত পর্যায়ে তাঁদের ভোট চাওয়ার কাজ। একি সাথে ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।
ডিজিটাল বার ভবন, আইনজীবীদের ভাতা প্রদান, নতুন সনদ প্রাপ্ত আইনজীবীদের সুবিধার্থে ডিজিটালাইজেশন সহ নানান প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন আওয়ামী পন্থী আইনজীবী সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতারা।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক পদ প্রার্থী এড. মোহসীন মিয়া বলেন, আমরা নির্বাচিত হওয়ার ব্যপারে আশাবাদী। বার ভবনের নির্মাণ এবং ডিজিটালাইজেশনে এবং আইনজীবীদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কাজ করে যাবো।
উল্লেখ্য, আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে মনোনয়ন পেতে ১৭টি আসনে মোট ৩৯জন প্রার্থী ফরম জমা দেন। অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১৮ জন।
আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলে মনোনয়ন প্রাপ্তরা হচ্ছেন, সভাপতি পদে হাসান ফেরদৌস জুয়েল এবং সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ মোহসীন মিয়া।
সিনিয়র সহ সভাপতি পদে আহাম্মদ ভূইয়া, সহ সভাপতি পদে বিদ্যুৎ কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: মাহাববুর রহমান, কোষাধ্যক্ষ পদে আব্দুর রউফ মোল্লা, আপ্যায়ন সম্পাদক পদে মো: মনিরুজ্জামান কাজল, লাইব্রেরী সম্পাদক পদে সুবাস বিশ্বাস, ক্রীড়া সম্পাদক পদে মাসুদ রানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাজ্জাদুল হক সুমন, সমাজ সেবা সম্পাদক পদে রাশেদ ভূইয়া ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে স্বপন ভূঁইয়া। সদস্য পদে মনোনয়ন দেয়া হয়েছে আনোয়ার হোসেন ভূইয়া, নুসরাত জাহান তানিয়া, মশিউর রহমান, আব্দুল মান্নান ও হাসিবুর হাসান রনিকে।