ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:২০ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
একাদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের দিনে ঢাকার ১৫টি আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ২৩ প্রার্থী। রোববার প্রত্যাহারের শেষ সময় বিকেল ৫টার মধ্যেই এ কার্যক্রম সম্পন্ন হয়। এতে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন দলের অনেক প্রার্থীই এখনো তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি।
এর আগে ঢাকা-৬ থেকে ঢাকা-২০, এই ১৫টি আসনে ১৭১জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ফলে ২৩ প্রার্থী চলে যাওয়ায় ঢাকার এসব আসনসমূহে এখন পর্যন্ত টিকে আছেন ১৪৮জন প্রার্থী।
তবে ১৪৮জনের মধ্যে যারা এখনো প্রার্থিতা প্রত্যাহার করেননি, তাদের নামে দলীয় মনোনয়নের চিঠি না পেলে তাদের প্রার্থিতাও চূড়ান্তভাবে বাতিল হবে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার।
রোববার সন্ধ্যায় সেগুন বাগিচায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, যারা এখনো প্রার্থিতা প্রত্যাহার করেননি, তাদের মধ্যে যাদের নামে দলের মনোনয়নের চিঠি পাওয়া যাবে না তাদের প্রার্থিতাও অটোমেটিকালি (স্বয়ংক্রিয়ভাবে) প্রত্যাহার হয়ে যাবে। ঢাকার ১৫টি আসনে প্রতীক বরাদ্দের জন্য আমরা মোট ২৮টি দলীয় চিঠি পেয়েছি।
ঢাকার ১৫টি আসনে মনোনয়ন প্রত্যাহারকারী ২৩ প্রার্থীদের মধ্যে রয়েছেন- ঢাকা-১৭ আসনের বিকল্প ধারার প্রার্থী মাহি বি চৌধুরি, ঢাকা-৭ আসনে হাজি আবুল হাসনাত, ঢাকা-১২ আসনের ২০ দলের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী মজিবুর রহমান, ঢাকা-১৭ আসনের জেএসডির প্রার্থী নজরুল ইসলাম, ঢাকা- ৬ আসনের জাসদ প্রার্থী কাজী সালমা সুলতানা এবং ঢাকা- ৭ আসনে নৌকার মোস্তফা জালাল মহিউদ্দিন।
এছাড়া প্রতীক বরাদ্দের জন্যে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চিঠি দিয়েছেন মোট ২৮ প্রার্থী। এর মধ্যে আছেন- ঢাকা-১৭ আসনের (ধানের শীষ) আন্দালিব রহমান পার্থ, ঢাকা-১৬ আসনে (কোদাল) বাসদ-মার্কসবাদির প্রার্থী নাঈমা খালেদ মনিকা, ঢাকা-৬ আসনে সুব্রত চৌধুরী (ধানের শীষ), ঢাকা-৪ সৈয়দ আবু হোসেন বাবলা (লাঙ্গল), ঢাকা-১৪ (ধানের শীষ) এসএ সিদ্দিক সাজু, ঢাকা-১৭ হুসাইন মোহাম্মদ এরশাদ (লাঙ্গল)।
সোমবার সকাল থেকে এসব প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের কমিশনার।