রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলাফত মজলিসের কারণে বেকায়দায় ধানের শীষ

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার

নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোটের প্রার্থী সেলিম ওসমানের লাঙ্গল প্রতীকের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে জাতীয় ঐক্যফ্রন্টের এস এম আকরামের। এমনটাই মনে করছেন এলাকার ভোটাররা। তবে এই আসনে ধানের শীষের জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে ২০–দলীয় জোটের শরিক দল খেলাফত মজলিসের দেয়ালঘড়ি।

সদর-বন্দর নিয়ে গঠিত আসনটিতে লাঙ্গলের প্রচারণা জমে উঠলেও সুবিধা করতে পারছেনা ধানের শীষ। লাঙ্গলের পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন মহাজোটের নেতা–কর্মীরা। এমন পরিস্থিতিতে জোটের শরিক দল খেলাফত মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ কবির হোসেন ভোটের মাঠে নেমেছেন নিজেদের সবটুকু শক্তি নিয়ে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালাচ্ছেন দেয়ালঘড়ির প্রচারণা। ফলে  নির্বাচনী মাঠে প্রচারণায় সুবিধা করতে পারছেন না বিএনপির নেতা–কর্মীরা।

মহানগর খেলাফত মজলিসের সম্পাদক শাহ আলম বলছেন, মানুষের পক্ষের আন্দোলন–সংগ্রামে সক্রিয়তার ফলে আসনটিতে কবির হোসেন বেশ জনপ্রিয়। এর আগে বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে সামান্য ভোটে পরাজিত হয়েছিলেন তিনি।

নিজের নির্বাচন নিয়ে কবির হোসেন প্রথম আলোকে বলেন, ‘২০–দলীয় জোটের অনুমতি নিয়েই খেলাফত মজলিস এখানে নির্বাচন করছে। দেয়ালঘড়ি সমাজে ইনসাফ প্রতিষ্ঠার লড়াই করছে’। 

ধানের শীষের জয়ে খেলাফত মজলিসের সমর্থন খুব বেশি প্রয়োজন বলে মনে করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল। তিনি বলেন, ‘খেলাফত মজলিসের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। নির্বাচন করাটা তাদের গণতান্ত্রিক অধিকার। তবে আমরা বিশ্বাস করি, খালেদা জিয়ার মুক্তি ও নারায়ণগঞ্জবাসীকে দুঃশাসন থেকে মুক্তি দিতে তারা ধানের শীষের পক্ষেই মাঠে নামবে।’