বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তের কাজ চূড়ান্ত পর্যায়ে

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫২ এএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার

যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে বিচার অব্যাহত আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

তাদের সম্পদ বাজেয়াপ্তের কাজ গত বছর থেকেই শুরু হয়েছে। এটি এখন চূড়ান্ত করার কাজ চলছে। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১০ সালে যুদ্ধাপরাধীদের বিচার শুরুর উদ্যোগ নেয়া হলে তাদের সম্পদ বাজেয়াপ্ত করারও দাবি ওঠে সমাজের বিভিন্ন অংশ থেকে। তাতে সমর্থন দিয়ে সরকারের মন্ত্রীরা এ বিষয়ে আইন প্রণয়নের প্রতিশ্র“তি দিয়ে এলেও এখন পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। যুদ্ধাপরাধের দায়ে সর্বোচ্চ আদালতের আদেশে এ পর্যন্ত জামায়াতের সাত শীর্ষ নেতা এবং বিএনপির একজনের সাজা হয়েছে, তাদের মধ্যে ছয়জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। আরও অনেকের ফাঁসির রায় আপিলে শুনানির অপেক্ষায়।

মুক্তিযুদ্ধকালীন জামায়াতের আমীর গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার রায়ের পর্যবেক্ষণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছে, ‘সাধারণ জ্ঞান ও দালিলিক প্রমাণাদি থেকে এটা স্পষ্ট যে, জামায়াত ও এর অধীন সংগঠনের প্রায় সবাই সক্রিয়ভাবে বাংলাদেশের বিরোধিতা করেছেন। গোলাম আযমের নেতৃত্বে জামায়াতে ইসলামী একটি ক্রিমিনাল দল হিসেবে উদ্দেশ্যমূলকভাবে কাজ করেছে, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধকালে।’

দ্বিতীয় মেয়াদে আইনমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় আনিসুল হকের এলাকায় সংবর্ধনায় যোগ দিতে আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে ঢাকা থেকে আখাউড়ায় আসেন। এক প্রশ্নে তিনি বলেন, বিএনপির সংসদে যাওয়ার এখনও সময় আছে। তারা শপথ নেবে না এবং সংসদে যাবে না- আমি তা মনে করি না।

নির্বাচন নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদন নিয়ে মন্ত্রী বলেন, রিপোর্ট এখনও আমার হাতে আসেনি। রিপোর্ট হাতে না আসা পর্যন্ত এ নিয়ে মন্তব্য করতে রাজি নই। পরে আইনমন্ত্রী সড়কপথে কসবার উদ্দেশে যাত্রা করেন। সড়কের দু’পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাস্তার পাশে দাঁড়িয়ে আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম ভূঁইয়া, সেলিম ভূঁইয়া, পৌর মেয়র ও যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল, যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন বাবুল, পৌর যুবলীগ সভাপতি মনির খান, সাধারণ সম্পাদক আবু কাউছার প্রমুখ।