বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

গ্রামের মানুষও এখন নাটক-সিনেমা মোবাইলে দেখেন: টয়া

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩৭ এএম, ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার

মুমতাহিনা টয়া। মডেল ও অভিনেত্রী। চ্যানেল আইয়ে প্রচার হচ্ছে তার অভিনীত নাটক 'ভালোবাসার যৌথ খামার'। এ নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-

'ভালোবাসার যৌথ খামার' নাটকে আপনার অভিনীত রূপা চরিত্রটির দর্শক প্রতিক্রিয়া জানার সুযোগ হয়েছে?

এলাকার বারোটি পরিবারে নানা ধরনের মানুষের বসবাস। অথচ এত মানুষের ভিড়ে কীভাবে যেন রূপা মহল্লার সবার মধ্যমণি হয়ে উঠেছে। সে সুখে-দুঃখে সবসময় সবার পাশে থাকার চেষ্টা করে। হাসি-আনন্দে সবাইকে মাতিয়ে রাখে। যারা এই নাটকটি দেখেছেন, তাদের অনেকের কাছেই রূপা চরিত্রটি ভালো লেগেছে বলে জানিয়েছেন। তবে আমার মনে হয়, গল্পের কারণেই এ চরিত্রটি এতটা বলিষ্ঠভাবে ফুটে উঠেছে। নাটকের চরিত্রগুলোয় চেনাজানা মানুষের ছায়া খুঁজে পাওয়া যাবে। 

মুমতাহিনা টয়া

 

'অ্যাডমিশন টেস্ট' নামের একটি ওয়েব সিরিজে কাজ করলেন...

আমাদের দেশে ওয়েব সিরিজের যাত্রা খুব বেশি দিনের নয়। অল্প সময়েই বেশ ভালো জায়গা দখল করে আছে নতুন এই মাধ্যমটি। এখন টিভি নাটকের চেয়েও বেশি নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ। ভালো বাজেট, ডিজিটাল প্লাটফর্মের দর্শক চাহিদা ও গ্রহণযোগ্যতার বিষয় বিবেচনা করে এসব ওয়েব সিরিজে অভিনয় করছেন জনপ্রিয় তারকারাও। আর এখন সবকিছুই ফোনে পাওয়া যায়। গ্রামের মানুষও এখন নাটক, সিনেমা, গান দেখেন মোবাইলে। মানুষ দেখছে বলেই এই বাজারটা আরও বড় হবে।

মুমতাহিনা টয়া

 

প্রথম বিটিভি প্রযোজিত ধারাবাহিকে অভিনয় করলেন। কেমন লাগছে?

প্রথম কোথাও যাওয়া, নতুন কারও সঙ্গে কাজ- সবই অন্যরকম। বিটিভিতে গিয়ে যখন দেখেছি সেখানকার নাটকের সেট থেকে শুরু করে সবই আলাদা। হয়তো সে কারণেই রাকেশ বসুর 'শেষ ভালো যার' নাটকের শুটিং করতে গিয়ে মনে হয়েছে, নতুন করে যেন অভিনয়ের সঙ্গে যুক্ত হলাম। নাটকটি দেখার পর অনেকেই আমার অভিনয়ের প্রশংসা করেছেন। 

চলচ্চিত্র নিয়ে নতুন ভাবনা?

গত বছর 'বেঙ্গল বিউটি' মুক্তি পেয়েছে। আগামীতে ভালো চিত্রনাট্য পেলে ছবিতে অভিনয় নিয়ে ভাবব।