শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘পলিথিন পরিহার করে পাট শিল্পকে এগিয়ে নিতে হবে’

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার

পাট ও বস্ত্র মন্ত্রীকে শুভেচ্ছা জানান সাংবাদিকরা। শুক্রবার(১৮ জানুয়ারি) রূপগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন পাট শিল্পকে এগিয়ে নিতে হলে পলিথিন পরিহার করতে হবে। 

মন্ত্রী বলেন, ‘দূষণ, ভেজাল, মাদক, যৌতুক, মানবপাচার, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে কাজ করছেন। পলিথিন পরিহার করার বিষয়টি নিয়েও তারা কাজ করবেন বলে আশা করছি।’

গোলাম দস্তগীর গাজী আরও বলেন, ‘আজকে আমরা যে হারে পলিথিন ব্যবহার করছি, তাতে করে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। আর পলিথিন পরিহার করলে এর ক্ষতিকর প্রভাব থেকে আমরা বাঁচতে পারি।’ তাই পাট শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ সময় ক্ষতিকর পরিবেশ থেকে মুক্তি পেতে সবাইকে পাট জাতীয় পণ্য ব্যবহার করার আহ্বান জানান তিনি।

রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীমের নেতৃত্বে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা আলম হোসেন, সহ-সভাপতি মকবুল হোসেন, এ হাই মিলন, সাত্তার আলী সোহেল, হাজী খলিল সিকদারসহ অনেকে।