হাজীদের বিমানভাড়া কমানোয় সরকারকে হাবের ধন্যবাদ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:২১ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নেতারা দীর্ঘদিন ধরে বিমানভাড়া কমানোর দাবি জানিয়ে আসছিলেন। গত বছর হজ মৌসুমে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে বিমানভাড়া অনেক বেশি উল্লেখ করে লাখ টাকার নিচে নামিয়ে আনার দাবি জানিয়েছিলেন তারা। বৃহস্পতিবার সচিবালয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৯ সালের হজ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক হয়।
বৈঠকে সরকারি ও বেসরকারি হজযাত্রীদের জন্য বিমানভাড়া ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা থেকে ১০ হাজার টাকা কমিয়ে ১ লাখ ২৮ হাজার ১৯১ টাকা করা হয়। এ জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন হাব মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম।
শুক্রবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হাব মহাসচিব শাহাদাত হোসেন তসলিম জানান, বিমানের ইতিহাসে ভাড়া কমানোর রেকর্ড নেই। তাদের দাবির পরিপ্রেক্ষিতে এ বছর ১০ হাজার টাকা ভাড়া কমানোয় তারা খুশি। তবে বিমান কর্তৃপক্ষ চাইলে ভাড়া আরও কমাতে পারে বলে মন্তব্য করেন তিনি।