বিএনপির বিরুদ্ধে লড়বেন হিরো আলম
বিনোদন প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:০৯ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার
অবশেষে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। জাতীয় পার্টি থেকে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন কমিশনে আপিলেও তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। এরপর হাইকোর্টে রিট আবেদন করেন আলোচিত এই ডিশ ব্যবসায়ী।
সোমবার দুপুরে বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ হিরো আলমকে বৈধ ঘোষণা করে তার মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ দেন। এর ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে লড়তে হিরো আলমের আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী মো. কাওসার আলী।
এর আগে মনোনয়নপত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় গেল ২ ডিসেম্বর বাছাইকালে বগুড়ার রিটার্নিং অফিসার ডিসি ফয়েজ আহাম্মদ তার মনোনয়ন বাতিল করে দেন। এর প্রেক্ষিতে হিরো আলম নির্বাচন কমিশনে আপিল করেন। ৬ ডিসেম্বর সকালে শুনানি শেষে তার আপিল খারিজ করে দেয়া হয়। এরপরই প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন হিরো আলম।
হাইকোর্টের বৈধতা পেয়ে এক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, হিরো আলম এতো সহজে হার মানার মানুষ নয়। আমি বলেছিলাম শেষ পর্যন্ত দেখে ছাড়ব, দেখেছি। সত্যের জয় হয়, সেটি আবারো প্রমাণ হলো।
প্রসঙ্গত, সময়ের আলোচিত নাম এই হিরো আলম সামাজিক যোগাযোগ মাধ্যমের বৌদলতে স্বল্প সময়ে ডিশ ব্যবসায়ী থেকে পেয়েছেন হিরোর খ্যাতি।