‘মাননীয় প্রধানমন্ত্রী তোমাকে সম্মান করবেন’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:২৬ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সদস্য হওয়ার জন্য ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ঢালিউডের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। এরপর থেকেই কেউ কেউ তাকে নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ আবার বিএনপির কোন এক অনুষ্ঠানে তার উপস্থিতির একটি চিত্রও তুলে ধরেছেন।
আর এ নিয়ে সংবাদ মাধ্যমে আত্মপক্ষ করেছেন দর্শকপ্রিয় নায়িকা মৌসুমী। এ সময় তিনি বলেন, আমি চলচ্চিত্র শিল্পী। শিল্পী হিসেবে আমার বিচরণ সব জায়গাতেই থাকে। সবার সঙ্গে মিশবো। সবার সঙ্গেই কথা বলবো। তারকা হওয়ায় অনেকেই আমাদের দাওয়াত করেন। সে দাওয়াতে অংশ নিতে কত জায়গায়ই তো আমাদের যেতে হয়। সেখানে কতজনই আমাদের ছবি তোলেন। আমি তো সেই ছবি তুলিনি। কখনো বলিওনি আমি কোন দলের সমর্থক। কোন দলের হয়ে কাজ করতে চাই। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সুযোগ করে দিয়েছেন। তাই এমপি হয়ে মানুষের সেবা করতে চাইছি।
এদিকে, মৌসুমীর সমলোচকদের জবাব দিয়ে নিজের ফেসবুক দেয়ালে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন তার স্বামী ও ঢালিউডের দর্শকপ্রিয় অভিনেতা ওমর সানী। সেখানে তিনি একটি ঘটনার কথা উল্লেখ করে লিখেছেন, সবাইকে আসসালামুআলাইকুম, কিছুদিন আগের কথা বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করার জন্য যখন পশ্চিমবঙ্গের মমতাদি আসলেন বাংলাদেশে, তখন মমতাদি প্রশ্ন করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, বাংলাদেশের শিল্পীরা কোথায়? তখন তার মাথায় মৌসুমীর চেহারাটা উঠে আসে! তৎক্ষণাৎ সবাই আমার সঙ্গে যোগাযোগ করে মৌসুমীকে কানেক্ট করে আর তাড়াতাড়ি গণভবণে মৌসুমী মমতাদি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সামনে হাজির হন। আমি জানি মৌসুমী তুমি এখন জাতিসংঘের শুভেচ্ছাদূত। অনেক বছর যাবত তোমার এই জায়গা জাতিসংঘে। আমি এও জানি মাননীয় প্রধানমন্ত্রী তোমাকে সম্মান করবেন। আর সেটা অবশ্যই আল্লাহর হুকুম হতে হবে, দোয়া করি বেস্ট অফ লাক মৌসুমী।
ফেসবুক পোস্টে ওমর সানী বুঝতে চেয়েছেন যে, এখন যারা (চলচ্চিত্রের মানুষ) প্রধানমন্ত্রীর চারপাশে রয়েছেন, কিছুদিন আগেও তাদের অনেকেই এভাবে ছিলেন না। এছাড়া তিনি মৌসুমীর এমপি হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর উপর বেশ ভরসা রাখছেন বলে বোঝা যাচ্ছে। তবে এখন ফলাফল কী হয় সেটাই দেখার বিষয়।