জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
নিউজ ডেক্স
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৩৭ এএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
বছরের শুরুতেই কিছুটা খেই হারিয়ে ফেলেছিল রিয়াল মাদ্রিদ। পাঁচ ম্যাচের দুটিতেই হার অগোছালো খেলা, চারদিকের সমালোচনা সব মিলিয়ে যাচ্ছেতাই অবস্থায় সময় কাটাচ্ছিল রিয়াল মাদ্রিদ। অবশেষে স্বরূপে ফিরলো তারা। সেভিয়াকে ঠিক রিয়াল মাদ্রিদের মত খেলেই ২-০ গোলের ব্যবধানে হারালো গ্যালাক্টিকোরা। দলটির হয়ে গোল দুটি করেন কাসেমিরো এবং বর্তমান বিশ্বসেরা ফুটবলার লুকা মদ্রিচ।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল। ৬ মিনিটে মদ্রিচের চিপ শট রুখে দেন সেভিয়ার গোলরক্ষক। ২২ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিল সেভিয়া। কাউন্টার এটাক থেকে বেন ইয়াদেরের কাছ থেকে বল পেয়ে এসকুদেরো শট নিলেও সেটি রুখে দেন কর্তোয়া।
গোলশূন্য প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে রিয়াল। ৬৭ মিনিটে ড্যানি সেবায়োসের শট বারে লেগে প্রতিহত হলে গোলবঞ্চিত হয় রিয়াল। অবশেষে ৭৮ মিনিটে সেভিয়ার রক্ষণভাগে চিড় ধরান ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।
রেগুলিওনের ক্রস থেকে দারুণ এক গোল করে রিয়ালকে এগিয়ে দেন তিনি। ম্যাচ শেষে এক মিনিট আগে অতিরিক্ত সময়ে রিয়ালের হয়ে দ্বিতীয় এবং শেষ গোলটি করে তাদের জয় নিশ্চিত করেন রিয়ালের প্রাণভোমড়া লুকা মদ্রিচ। পুরো ম্যাচে রিয়ালের ৯ শটের বিপরীতে মাত্র ১টি শট নিতে পেরেছে সেভিয়া। এই জয়ে লিগের তৃতীয় স্থানে উঠে আসলো রিয়াল।