সোনারগাঁয়ে কাব্যগ্রন্থ ‘কুমার নদীর বাঁকে’র মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রির্সোটে গতকাল শনিবার (১৯ জানুয়ারি) ‘কুমার নদীর বাঁকে’ একটি কবিতার বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উম্মোচন করেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম। বইটি রচনা করেছেন সোনারগাঁও থানার ওসি (তদন্ত) সেলিম মিয়া।
বিশিষ্ট লেখক ও কলামিস্ট মীর আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম পিপিএম, বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল হক ও নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান প্রমুখ।
অনুষ্ঠানে সোনারগাঁও ও রূপগঞ্জ কবিদের অংশ গ্রহণে কবিতা পাঠের আসর ও বনভোজনের আয়োজন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।