স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: পাটমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:০৯ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেন, স্বাস্থ্য ব্যবস্থা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। গ্রামের অসহায় ও গরিব মানুষ যেন কম খরচে চিকিৎসাসেবা পায় এ বিষয়ে স্থানীয় বেসরকারী হাসপাতালের মালিকদের সুদৃষ্টি থাকতে হবে।
শনিবার সকালে তারাব পৌরসভার মন্ত্রীর বাসভবনে নারায়ণগঞ্জ বেসরকারী হাসপাতালের মালিক সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় কম খরচে উন্নতমানের চিকিৎসা সেবা দিতে অঙ্গীকার করেন বেসরকারী হাসপাতালের মালিক পক্ষ। জেলা বেসরকারী হাসপাতাল মালিক সমিতির উপদেষ্টা ও আল-রাফি হাসপাতালের চেয়ারম্যান লায়ন মীর আবদুল আলীমের নেতৃত্বে উপস্থিত ছিলেন মালিক সমিতির সভাপতি ও মেমোরি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ফারুক ভূইয়া, সহ-সভাপতি ডাঃ হালিম ভূইয়া, সিনিয়র সহসভাপতি ডাঃ রুহুল আমিন প্রমুখ।