মঙ্গলবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৫   মাঘ ২২ ১৪৩১   ০৫ শা'বান ১৪৪৬

নতুন বার ভবনের জন্য সেলিম ওসমানের ১ কোটি টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার

জেলা আইনজীবী সমিতির নতুন ৮ তলা ডিজিটাল বার ভবন নির্মাণের জন্য পূর্ব ঘোষিত নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমানের ৩ কোটি টাকা অনুদানের ১ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

রবিবার (২০ জানুয়ারি) দুপুরে শহরের নতুন কোর্ট সংলগ্ন হিমালয় রেস্টুরেন্টে এমপি সেলিম ওসমানের পক্ষে চেক হস্তান্তর করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল। চেক গ্রহণ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল।

চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা এড. আনিসুর রহমান দিপু, সাবেক সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, জেলা আদালতের পিপি ও আওয়ামী লীগ নেতা এড. ওয়াজেদ আলী খোকন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মোহসিন মিয়া, নাসিক ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল আলম সজল, সাবেক ছাত্রলীগ নেতা এহসানুল হাসান নিপু, জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি এড. নুরুল হুদা প্রমুখ।

এই অনুষ্ঠানে আসন্ন ২৪ জানুয়ারি আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত জুয়েল-মোহসিন প্যানেলের প্রার্থীদের অন্যান্য আইনজীবীদের সাথে পরিচয় করিয়ে দেন সভাপতি প্রার্থী ও বর্তমান সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল।