মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১   ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেখ হাসিনার নির্বাচনী প্রচারে সফরসঙ্গী রিয়াজ-ফেরদৌস

নিজেস্ব প্রতিবেদক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৩১ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপালগঞ্জে গিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও ফেরদৌস আহমেদ।

আজ বুধবার সকালে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার উদ্দেশে ঢাকা থেকে রওনা হন তারা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে প্রচারণা শুরু করেন প্রধানমন্ত্রী।

বুধবার সকালে চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘আজ সকালে আমি ও ফেরদৌস ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গোপালগঞ্জ যাচ্ছি। সেখানে পৌঁছেই আমরা প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করবো। এরপর অংশ নেবো কয়েকটি মিটিংয়ে।’

ফেরদৌস বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পেরে ভালো লাগছে। আমি ও রিয়াজ ভাই আছি।’