মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতকেই কাশ্মীরের বিষয়টি সমাধান করতে হবে: ওয়াইসি

নিউজ ডেক্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১২ এএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

কাশ্মীর সমস্যার সমাধানে বিজেপি ও কংগ্রেসের কাছে ভালো কোনো পলিসি নেই বলে মন্তব্য করেছেন হায়দ্রাবাদ লোকসভার সদস্য ও অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রেসিডেন্ট ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি।

কাশ্মীর শুধুই ভারতের এখানে পাকিস্তানের কোনো অধিকার নেই দাবি করে হায়দরাবাদের এ সংসদ সদস্য বলেন, কাশ্মীর বিষয়ে পাকিস্তানের নাক গলানোর কোনো প্রয়োজন নেই। কাশ্মীর একান্তই ভারতের বিষয়। ভারত সরকারকেই কাশ্মীরের বিষয়টি সমাধান করতে হবে।

হায়দরাবাদে ইন্টারন্যাশনাল ইয়ূথ লিডারশীপ কনফারেন্সে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ক্ষমতাসীন বিজেপি ও বিরোধীদল কংগ্রেসের ব্যাপক সমালোচনা করেন ওয়াইসি বলেন, কংগ্রেস ও বিজেপি কাশ্মীর সমস্যা নিয়ে অনেক পলিসি ও চমকপ্রদ বিভিন্ন আইডিয়া দিলেও বিষয়টি এখন জনগণকে ভুলিয়ে দিয়েছে। কাশ্মীরে যখন কোন সমস্যা হয় তখন উভয় দলই বড় বড় কথা বলে। কিন্তু এসব কথার কোনো বাস্তবায়ন তারা করে না।

কাশ্মীর সমস্যার সমাধানে স্থায়ী পলিসি প্রয়োজন উল্লেখ করে ওয়াইসি বলেন, এখন যেভাবে চলছে তাতে কখনো সমাধান হবে না। স্থায়ী সমাধানের জন্য নির্দিষ্ট পলিসির গুরুত্ব তারা অনুভব করে না।