বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রচারণায় এগিয়ে আ’লীগ, পিছিয়ে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

আইনজীবী সমিতির নির্বাচনের বাকি আর মাত্র ২ দিন। ফলে প্রচার-প্রচারণায় জমজমাট আদালত পাড়া। আদালত পাড়ার প্রত্যাহিক কাজের পাশাপাশি চলে আইনজীবীদের সাথে কুশল বিনিময় আর ভোট চাওয়া। তবে নির্বাচনী প্রচারণার মাঠে এগিয়ে আছেন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ মনোনীত জুয়েল-মোহসিন প্যানেল। এক্ষেত্রে অনেকটাই ব্যাকফুটে বিএনপি।

সম্মিলিত আইনজীবী পরিষদ মনোনীত জুয়েল-মোহসিন প্যানেলের প্রার্থী প্রায় প্রতিদিনই চালাচ্ছেন প্রচারণা। তাঁরা হাঁটছেন সিনিয়র নেতাকর্মীদের সাথে নিয়ে। নিয়মিত প্রচারণার পাশাপাশি চালাচ্ছেন ব্যক্তিগত কুশল বিনিময়। জয়ের ব্যাপারে অনেকটাই আত্মবিশ্বাসী এই প্যানেল।

অপরদিকে, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্ট মনোনীত হুমায়ূন-জাকির পরিষদের প্রার্থীরা অনেকটাই ব্যাকফুটে। গত ১৬ জানুয়ারি আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিন দলের সিনিয়র নেতা এড. তৈমূর আলম খন্দকার ও এড. সাখাওয়াত হোসেন প্রচারণায় অংশ নেন। পরবর্তীতে তাঁদের আর দেখা মেলেনি আদালত পাড়ায়। এমনকি, প্যানেল পরিচিতি সভার ব্যাপারেও উদাসীন এই প্যানেলের নেতাকর্মীরা।

বিএনপি প্যানেলের সাধারন সম্পাদক এড. আজাদ জাকির বিএনপির এই নীরবতাকে কৌশল হিসেবে আখ্যা দিলেও একে বিএনপির ভেতরকার অনৈক্যের বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন অনেকে। 

প্রসঙ্গত, আগামী ২৪ জানুয়ারি বেলা ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলা জজ কোর্টের ৩য় তলায় অনুষ্ঠিত হবে এ নির্বাচন।