বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫   মাঘ ২ ১৪৩১   ১৫ রজব ১৪৪৬

খুলনার মান রক্ষার জয়

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫০ এএম, ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

বিপিএলে ঢাকা পর্বের আজকের শেষ ম্যাচে সিলেট সিক্সার্সকে ২১ রানে হারিয়েছে খুলনা টাইটান্স। পয়েন্ট টেবিলের নিচে থেকেই মুখোমুখি হয় দুই দল। তাই বলা যায়, ম্যাচটি ছিল মানরক্ষারই। এ জয়ের ফলে দ্বিতীয় জয়ের মুখ দেখলো খুলনা। নিজেদের খেলা ৯ ম্যাচের সাতটিতেই হেরেছে খুলনা আর ৮ ম্যাচের ছয়টিতেই হারলো সিলেট।

টুর্নামেন্টের ২৮ তম ম্যাচে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সিলেটের নতুন অধিনায়ক সোহেল তানভীর। প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে ১৭০ রান তুলে মাহমুদউল্লাহর দল। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৯ রান করে সিলেট।

খুলনার দুই ওপেনার ব্যাটিংয়ে নেমে ৬.৫ ওভারেই সংগ্রহ করেন ৭৩ রান। ২৩ বলে ৬ চারে ৩৩ রান করে অলক কাপালির বলে তার হাতেই ক্যাচ দিয়ে জুনায়েদ বিদায় নিলে সমাপ্তি ঘটে এই জুটির। এরপরই খেই হারিয়ে ফেলে দলটি।
 
দলীয় ৩ রান যোগ হতেই আউট হয়ে ফেরেন আল-আমিন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় রিয়াদের দল। খুলনার আরেক ওপেনার ব্র্যান্ডন টেইলরের ব্যাট আসে সর্বোচ্চ ৪৮ রান। ৩১ বলের এই ইনিংসে চারের মার ৪টি আর ছক্কার মার ২টি।

শেষদিকে খুলনার ইনিংসের হাল ধরে দলকে ১৭০ রানের সংগ্রহ এনে দেন ডেভিড ওয়েইসি। ২৫ বল খেলে ২ চার ও ২ ছক্কায় ৩৮ রান করেন তিনি। পরে তাসকিনের শিকার হয়ে সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার।

খুলনা টাইটানসের বিপক্ষে ১৭১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই বোল্ড হন ওপেনার লিটন কুমার দাস। শুভাশীষ রায়ের করা ডেলিভারিটি লিটনের ব্যাটে চুমু খেয়ে স্টাম্পে গিয়ে আঘাত হানে। মাত্র এক বল খেলেই সাজঘরে ফেরেন সিলেট সিক্সার্সের এই ওপেনার।

শূন্য রানে লিটন দাসের উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়ে যাওয়া সিলেটকে খেলায় ফেরানোর আগেই বিপদে পড়েন সাব্বির রহমান রুম্মন। দলীয় ৩২ রানে তাইজুল ইসলামের বলে ডেভিড ওয়াইজের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন সাব্বির। আগের ম্যাচে ৮৫ রান করা সাব্বির ফেরেন মাত্র ১৩ রানে।

এরপর তাইজুলের তোপের মুখে পড়ে ২ রানের ব্যবধানে ফেরেন কাপালি ও আফিফ। সাজঘরে ফেরার আগে আফিফ করেন ২৪ বলে ২৯ রান। ১৬ বলে ১১ রান করেন কাপালি।

এরপর মোহাম্মদ নওয়াজ-নিকোলাস পুরান জুটি গড়েন। ২১ বলে তিনটি চার আর একটি ছক্কায় ২৮ রান করে বিদায় নেন পুরান। এরপরও সিলেটকে আশা দেখাচ্ছিলেন মোহাম্মদ নওয়াজ। ১৯তম ওভারে বিদায় নেওয়ার আগে তিনি করেন ৫৪ রান।

অলক কাপালি বল হাতে স্পিন ঘূর্ণির পসরা সাজিয়ে ৪ ওভারে মাত্র ২২ রান খরচে ৪ উইকেট তুলে নিয়েছেন। দুটি করে উইকেট ঝুলিতে পুরেছেন তাসকিন আহমেদ ও মোহম্মদ নওয়াজ।