বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২০ ১৪৩১   ০২ জমাদিউস সানি ১৪৪৬

নিজের বিবেকের সেন্সরটা কাজে লাগাতে হবে

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার

 

 

জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম। মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্রে অভিনয় করছেন নিয়মিত।

তবে বিশেষ দিনের জন্য নির্মিত খণ্ড নাটকেই তাকে বেশি দেখা যায়। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি

 বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন?

** সেলিম: প্রচার চলতি ধারাবাহিক ‘দি পাবলিক’ নাটকের শুটিং নিয়েই ব্যস্ত আছি। এটি পরিচালনা করেছেন জুয়েল হাসান। সামনে কিছু কাজের কথা চলছে। সব ঠিক হলে কাজ শুরু করব।

 কাজে অনিয়মিত মনে হচ্ছে। কারণ কি?

** সেলিম: কোনো কারণ নেই। কাজ করছি। সংখ্যা হয়তো কম কিন্তু অনিয়মিত নয়। বিশেষ দিনের নাটকগুলোতেও কাজ করে থাকি। শুধু কাজ করলেই তো হবে না, ভালো কাজ না করলে তো দর্শক নেবে না। তাই ভালো কাজের জন্য অপেক্ষা করি।

ওয়েব সিরিজ নিয়ে অশ্লীলতার অভিযোগ উঠেছে। এ নিয়ে আপনার অভিমত কি?

** সেলিম: অভিনয় করতে গেলে গল্পের জন্য বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করতে হয়। মদ খাওয়া কিংবা নেশাকে যদি অশ্লীলতা বুঝানো হয়, তবে এতে আমার আপত্তি আছে। তবে একেবারই খোলামেলা চরিত্র না করাই ভালো। এমন দৃশ্য এখনও আমার চোখে পড়েনি। নিজের বিবেকের সেন্সর কাজে লাগাতে হবে।

 আপনি তো মাঝে শিক্ষকতাও করেছিলেন...

** সেলিম: হ্যাঁ, কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। এটি ভালো লাগা থেকেই করা। এখন করছি না। অভিনয় ও সংসার নিয়েই ব্যস্ত আছি। সামনে ভালো লাগলে আবারও করতে পারি।

 পরিচালনা কিংবা প্রযোজনায় এখন আর দেখা যায় না...

** সেলিম: অনেক দিন পরিচালনা করা হয়নি। তবে সামনে পরিচালনায় আসব। দেখা যাক কি হয়।