কেন্দ্রীয় লাইব্রেরি পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:২০ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শহীদ আবদুর রব সেরনিয়াবাদ কেন্দ্রীয় লাইব্রেরির উদ্ভোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.এস এম ইমামুল হক। দীর্ঘদিনের প্রাণের দাবি কেন্দ্রীয় লাইব্রেরী পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
বুধবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয় লাইব্রেরির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এসএম ইমামুল হক, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড.মুহসিন উদ্দীন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. হাসিনুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তা- কর্মচারীরা।
চারতলা বিশিষ্ট কেন্দ্রীয় লাইব্রেরীতে রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা। এতে প্রায় ৩০,০০০ হাজার বই রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকা। ই - জার্নাল সুবিধাও রয়েছে এই লাইব্রেরিতে।
বাংলা বিভাগের ছাত্র সজীব বলেন, ২০১১ সালে প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ে এতদিন কেন্দ্রীয় লাইব্রেরি ছিল না। একটি অস্থায়ী রুমে, স্বল্প পরিসরে এর কার্যক্রম চলতো।