পরীক্ষা যুদ্ধে প্রস্তুতি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:২৩ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞানের দক্ষতা আপনাকে এগিয়ে রাখবে অনেকখানি। চলুন একনজরে দেখে নিই গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান।
১. ‘পত্রিকা’ সম্পাদনা করেছেন= প্রমথ চৌধুরী
২. রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রথম রচনাসংকলন
=চয়নিকা
৩. রবীন্দ্রনাথ ঠাকুর গীতান্ঞ্জলি কাব্য রচনা করেন= ১৯১০ সালে
৪. বিপরীত শব্দ সাকার= নিরাকার
৫. ‘পকেটমার’ শব্দটি যে ভাষার সমন্বয়ে গঠিত
= ইংরেজি ও বাংলা
৬. পুকুরে পানির গুনাগুন
= দুই প্রকার
৭. বাংলাদেশে পাহাড়ি বনভূমির পরিমান
=১৩.১৬ লক্ষ হেক্টর
৮. বাংলাদেশের যে বনভূমি থেকে প্রচুর পরিমান মধু আহরণ করা হয়
= সুন্দরবন
৯.মুক্তিযুদ্ধের সময় যশোর জেলা যে সেক্টরের অধীনে ছিল
= ৮ নং সেক্টর
১০. দেশে মোট উপজেলা
= ৪৯২ টি
১১. বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপন করা হয়
= দর্শনা-কুষ্টিয়া
১২. টেলিভিশন এর ক্ষতিকর রশ্নি হলো
= রঞ্জনরশ্নি
১৩. যক্ষা রোগের কারণ
= ব্যাকটেরিয়া
১৪.ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে
= আলবুমিন
১৫. অনেকদিপের সমাহার
= মালদ্বীপ
১৬. মুজিবনগর কোন জেলায় অবস্থিত
= মেহেরপুর
১৭. পানি দূষণের প্রাকৃতিক কারণ
= ভূগর্ভস্থ আর্সেনিক
১৮.প্ৰত্যেক ভাষার মৌলিক অংশ কতটি
= ৪ টি
১৯.বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
=শ্রীমাভো বন্দরনায়েক
২০.UNESCO এর সদরদপ্তর কোথায়
=প্যারিস