সিলেটে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ১৩ হাজার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:১৬ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডের অধীনে অংশ নিচ্ছে ১ লাখ ১৩ হাজার১৫জন শিক্ষার্থী। গত বছরের তুলানায় এবার পরীক্ষার্থী বেড়েছে তিন হাজার ৭৮৩ জন। গেল বছর পরীক্ষার্থী ছিল ১ লাখ ৯ হাজার ২৩২ জন।
সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ বলেছেন, এবার এসএসসিতে প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সিকিউরিটি খামে ট্রেজারি থেকে ‘ডে ওয়ারি’ প্রশ্নপত্র কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে। এছাড়া পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে জেলা প্রশাসন ও ইউএনও ট্যাগ অফিসারদের প্রশ্নের সেট নির্ধারণ করে দেবেন।
কবির আহমদ বলেন, পরীক্ষার সব প্রস্তুতি শেষ হয়েছে। নির্ধারিত তারিখের মধ্যে কিছু শিক্ষার্থী ফরম পূরণ করতে না পারায় এখনো কিছু শিক্ষার্থীদের ফরম পূরণ প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীর সংখ্যা আরো বাড়তে পারে।
সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল কুদ্দুস বলেন, বোর্ডের পক্ষ থেকে ৪টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এছাড়া প্রতিটি জেলার পরীক্ষা কেন্দ্র তদারকি করার জন্য আরো ৩০টি ভিজিল্যান্স টিম মাঠে কাজ করবে।