বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

আসন্ন একাদশ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জের ৫টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে জেলা রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা রিটার্নিং অফিসার রাব্বী মিয়া এর সভাপতিত্বে মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা জেলা রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় রিটার্নিং অফিসার নির্বাচনের সকল বিষয় নিয়ে প্রার্থীদের সঙ্গে আলোচনা করেন। প্রার্থীগণ আসন্ন নির্বাচন সম্পর্কে বিভিন্ন বিষয় রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। প্রার্থীদের মতামত ও পরামর্শ অনুযায়ী রিটার্নিং অফিসার ও পুলিশ সুপার প্রার্থীদের আশ্বস্থ করেন।

মতবিনিময় সভা শেষে জেলা রিটার্নিং অফিসার রাব্বী মিয়া বলেন, ‘খুব উৎফুল্ল চিত্তে আমরা আজকের এই মতবিনিময় সভাটি করেছি। এই উৎফুল্ল চিত্তেই নির্বাচনের জন্য এগিয়ে যাবো ইনশাল্লাহ।’


এ সময় জেলা পুলিশ সুপার (এসপি) হারুন আর রশীদ, সহকারী রিটার্নিং অফিসার মো. আতাউর রহমান, উপসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসীম উদ্দীন হায়দার, উপসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল বারী, ৫ উপজেলার সহকারী রিটার্নিং অফিসার উপস্থিত ছিলেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী এসএম আকরাম, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের জাকের পার্টির প্রার্থী মুরাদ হোসেন জামাল, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সিপিবি’র প্রার্থী হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) জাকের পার্টির প্রার্থী মোর্শেদ হাসান, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বাসদের প্রার্থী আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির প্রার্থী মাহমুদ হোসেন, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের বাসদের প্রার্থী সেলিম মাহমুদ, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সিপিবি’র প্রার্থী ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সিপিবি’র প্রার্থী মন্টু ঘোষ প্রমুখ।