বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বার নির্বাচনেও ঐক্যফ্রন্টের ভরাডুবি

নিজস্ব প্রতিনিধি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার

জেলা আইনজীবী সমিতি (বার) নির্বাচনে ১৭টি পদের মধ্যে ১৬টি পদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদের জুয়েল-মোহসিন প্যানেল৷

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় পাওয়া নির্বাচনী ফলাফল অনুযায়ী ফের সভাপতি-সেক্রেটারি নির্বাচিত হয়েছেন এড. হাসান ফেরদৌস জুয়েল ও এড. মো. মোহসিন মিয়া৷ বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্ট ১৭টি পদের মধ্যে মাত্র একটি পদে বিজয়ী হয়েছে৷

কে কত ভোট পেলেন

সভাপতি পদে এড. মো. হাসান ফেরদৌস জুয়েল পেয়েছেন ৬৯৪ ভোট বিপরীতে প্রতিদ্বন্দি প্রার্থী এড. সরকার হুমায়ুন কবির পেয়েছেন ১৯৭ ভোট৷

‌সিনিয়র সহ-সভাপতি পদে এড. আলী আহাম্মেদ ভূইয়া পেয়েছেন ৫৫৫ ভোট। তার প্রতিদ্বন্দি এড. মোঃ রেজাউল করিম খান রেজা পেয়েছেন ৩৩০ ভোট৷

‌সহ-সভাপতি পদে এড. বিদ্যুত কুমার সাহা পেয়েছেন ৪৯১ ভোট। তার প্রতিদ্বন্দি এড. মোহাম্মদ গিয়াসউদ্দিন মিঞা পেয়েছেন ৩৮৬ ভোট৷

‌সাধারণ সম্পাদক পদে এড. মো. মোহসিন মিয়া পেয়েছেন ৬২৪ ভোট। তার প্রতিদ্বন্দি এড. মো. আবুল কালাম আজাদ জাকির পেয়েছেন ২৬১ ভোট৷

‌যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. মো. মাহাবুবুর রহমান পেয়েছেন ৬৬০ ভোট। তার প্রতিদ্বন্দি এড. মো. সাহিদুল ইসলাম টিটু পেয়েছেন ২৩০ ভোট৷

‌কোষাধ্যক্ষ পদে এড. আব্দুর রউফ মোল্লা পেয়েছেন ৪৫২। তার প্রতিদ্বন্দি এড. মোহাম্মদ নজরুল ইসলাম মাসুম পেয়েছেন ৪৩৬ ভোট৷

‌আপ্যায়ন সম্পাদক পদে এড. মোহাম্মদ মনিরুজ্জামান কাজল পেয়েছেন ৫১৩ ভোট৷ তার প্রতিদ্বন্দি এড. কায়সার আলম চৌধুরী টুটুল পেয়েছেন ৩৬১ ভোট৷

‌লাইব্রেরী সম্পাদক পদে এড. সুবাস বিশ্বাস পেয়েছেন ৫১৯ ভোট৷ তার প্রতিদ্বন্দি এড. শারমিন আক্তার পেয়েছেন ৩৬৩ ভোট৷

‌ক্রীড়া সম্পাদক পদে এড. মাসুদ রানা পেয়েছেন ৪৫২ ভোট। তার প্রতিদ্বন্দি এড. শেখ আনজুম আহম্মেদ রিফাত পেয়েছেন ৪২৪ ভোট৷

‌সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. সাজ্জাদুল হক সুমন পেয়েছেন ৪৪২ ভোট৷ তার প্রতিদ্বন্দি এড. মো. রাসেল প্রধান পেয়েছেন ৪১৭ ভোট৷

‌সমাজসেবা সম্পাদক পদে এড. মোহাম্মদ রাশেদ ভূইয়া পেয়েছেন ৫৫৪ ভোট। তার প্রতিদ্বন্দি এড. আসমা হেলেন (বিথী) পেয়েছেন ৩১০ ভোট

‌আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. মোহাম্মদ স্বপন ভূইঁয়া পেয়েছেন ৫২৮ ভোট। তার প্রতিদ্বন্দি এড. মোহাম্মদ রোকন উদ্দিন পেয়েছেন ৩৩০ ভোট৷

‌সদস্য পদে এড. হাছিব-উল-হাছান (রনি) পেয়েছেন ৬২৫, এড. আব্দুল মান্নান পেয়েছেন ৫৩৯, এড. মোহাম্মদ মশিউর রহমান পেয়েছেন ৫২৪ ভোট, এড. নূসরাত জাহান তানিয়া পেয়েছেন ৫৩২ ভোট৷ বিএনপি প্যানেলের কেবল এড. আহসান হাবিব ভূঞা ৪৭০ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন৷