বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২০ ১৪৩১   ০৩ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি নেতা গিয়াস পুত্রের নৌকার পক্ষে ভোট প্রার্থনা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩১ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

 বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি গিয়াস উদ্দিনের ছেলে নাসিক কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল শামীম ওসমানের জন্য প্রকাশ্যে ভোট চাইলেন। নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপির সাথে তিনি নৌকার জন্য ভোট প্রার্থনা করেন। এদিকে নৌকার পক্ষে প্রকাশ্যে গিয়াস পুত্রের ভোট প্রার্থনার ঘটনায় চরম ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে।

সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন সালমা ওসমান লিপি।

দুপুর আড়াইটার দিকে সালমা ওসমান লিপি প্রথমেই একই আসনের বিএনপির সাবেক সাংসদ গিয়াসউদ্দিনের বাসায় যান। এসময় গিয়াস উদ্দিনের সহধর্মিণী ও মেঝ ছেলে কাউন্সিলর সাদরিলের সাথে প্রায় ৫০ মিনিট বৈঠক করেন সালমা ওসমান লিপি।

বৈঠক শেষে ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাদরিল ও বিএনপির কর্মী সমর্থকরা সালমা ওসমান লিপিকে ফুল দিয়ে স্বাগত জানায়।

 

এসময় সালমা ওসমান লিপির সাথে কাউন্সিলর সাদরিল ও বিএনপির কর্মী সমর্থকরাও নৌকার পক্ষে মিছিল ও ভোট চান।

সালমা রহমানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, সিদ্ধিরগঞ্জ মহিলা আওয়ামীলীগের নেত্রী রোকেয়া রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য প্রেস নারায়ণগঞ্জ ৯ ডিসেম্বর ‘সাহস পেলেন না গিয়াস উদ্দিন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। সংবাদের একটি অংশে উল্লেখ ছিল ‘সিদ্ধিরগঞ্জে গুঞ্জন শুরু হয়েছে গিয়াস উদ্দিন আগামীদিনে তার অবস্থান ও ব্যবসা বাণিজ্য ঠিক রাখতে তার এক ছেলেকে আওয়ামীলীগে যোগদান করানোর সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের শীর্ষ নেতাদের সাথে আলোচনাও নাকি এগিয়েছে। বাকী শুধুু আনুষ্ঠানিকতা।

১৪ নভেম্বর ‘প্রেস নারায়ণগঞ্জ এর কথা সত্য হচ্ছে’ শিরোনামে আরেকটি নিউজ প্রকাশ করে। যেখানে লেখা ছিল খুব শীঘ্রই নেকৈার পক্ষে প্রচারনায় নামবে গিয়াস পুত্র। শেষ পর্যন্ত গিয়াস উদ্দিনের মেঝ ছেলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের জেলার আহবায়ক ও নাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল ১৭ ডিসেম্বর নৌকার জন্য ভোট চাইলেন।