শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিদ্ধিরগঞ্জের সাথে আমার আত্মার সম্পর্ক: লিপি ওসমান

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগের প্রার্থী শামীম ওসমানের সহধর্মিনী লিপি ওসমান বলেছেন, ‘কেউ যদি আপনার সাথে থাকে তাহলে আপনার কি এটা দায়িত্ব না যে, তাঁর পাশে থাকা। সিদ্ধিরগঞ্জ আমার নানা বাড়ি।

এখানে সব মানুষ আমাকে ছোট থেকে চেনে। তাই আমি আজ একটা নানা বাড়ির আবদার করবো। যেহেতু আমি এই সিদ্ধিরগঞ্জের মেয়ে তাই আপনার ও আমার সম্পর্কটা আহ্লাদের। তাই এইখানে যদি কোন উন্নয়নের দরকার হয় তাহলে আমার দৃষ্টি সবার আগে পড়ে। যদি আপনারা চান যে, এই সিদ্ধিরগঞ্জ মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত হোক তাহলে ভোটটা নৌকায় দিবেন।’

সোমবার (১৭ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল প্রাঙ্গনে শামীম ওসমানের পক্ষে এক নির্বাচনী উঠানে বৈঠকে এ কথা বলেন লিপি ওসমান।

তিনি আরও বলেন, ‘আমরা ভোট দেই সমাজের কল্যানের জন্য, দেশের কল্যানের জন্য। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং শান্তিতে থাকার জন্য। ভোটের সময় যাদের দেখা যায় ভোট চলে গেলে তাদের দেখা যায় না। সিদ্ধিরগঞ্জের সাথে আমার আত্মার সম্পর্ক। তাইতো সিদ্ধিরগঞ্জ যেখানে আমি সেখানেই।’

লিপি ওসমান বলেন, ‘যিনি আমাদের জন্য এতো কিছু করেছে আমাদের সমাজে উন্ন্য়ন করেছে আমাদের দায়িত্ব হলো তা পাশে থাকা। যদি একজন মানুষ মুক্তিযোদ্ধাদের চেতনা বুকে ধারণ করে এবং সমাজের কল্যান করতে চায় তাহলে আমাদের একান্ত দায়িত্ব হলো তার পাশে থাকা। আল্লাহ তাআলা বলেছেন যে সৎ পথের পথিক কে মূল্যয়ন করো। শামীম ওসমান সাড়ে ৭ হাজার কোটি টাকার উন্নয়ন করেছেন। আপনাদের উচিত তাঁর উন্নয়নের মূল্যায়ন করে তাকে ভোট দিয়ে জয়ী করা।’

এসময় আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসন শিরিন শারমিন, সিদ্ধিরগঞ্জ থানা মহিলা আওয়ামীলীগ নেত্রী রোকেয়া রহমান, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি সিরাজুল ইসলাম মন্ডল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, আওয়ামীলীগ নেতা মাহবুব হোসেন, যুবলীগ নেতা মো. নাসির খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।