সোনারগাঁয়ে উচ্ছেদ অভিযান, আটক ৩
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:২৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
সোনারগাঁয়ে মেঘনা নদী কয়েক হাজার বর্গফুট জমি অবৈধভাবে ভরাট ও দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ অভিযানে ভরাটের উদ্দেশ্যে স্থাপিত গাছের পাইলিং উচ্ছেদসহ নদী ভরাটের দায়ে তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে বৈদ্যেরবাজার ইউনিয়নের চর লাউয়াদী এলাকায় বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক মো. শহীদুল্লাহের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
উক্ত অভিযানে অজ্ঞাত একটি প্রতিষ্ঠানের নদী দখলের জন্য করা গাছের পাইলিং ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া বালু দিয়ে নদী ভরাট করায় তিনজনকে আটক করা হয়েছে।
এ সময়, স্পিডবোটে করে উচ্ছেদ অভিযানসহ মেঘনা নদীর বর্তমান অবস্থা পরিদর্শন করেছেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডোর এম মোজাম্মেল হক, নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক মো. শহীদুল্লাহ বলেন, ‘মেঘনা নদীর কয়েক হাজার বর্গফুট জায়গা বালু ফেলে ভরাট করা হয়েছিল। নদীর আরো কয়েক হাজার বর্গফুট জায়গা দখলের উদ্দেশে পাইলিংও করা হয়। আমরা সেই পাইলিং ভেঙে দিয়েছি। এছাড়া এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) চিঠি দেওয়া হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’