হলে নয়, অনুষদে ভোটকেন্দ্র রাখার দাবি ছাত্র ফেডারেশনের
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৩৯ এএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটকেন্দ্র হলের ভেতরে না রেখে অনুষদে রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্র, প্যানেল ভাবনাসহ নির্বাচনী আচরণবিধি বিষয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জাহিদ সুজন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সৈকত আরিফ, ঢাবি শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল হক ইশতিয়াক, সাংগঠনিক সম্পাদক নাসির আবদুল্লাহ প্রমুখ।
লিখিত বক্তব্যে জাহিদ সুজন বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীদের রাতে গেস্টরুম করা, দিনে মিছিলে যাওয়া রুটিন কাজ হয়ে দাঁড়িয়েছে। গণরুম ও গেস্টরুম নির্যাতনে বিগত কয়েক বছরে অনেক শিক্ষার্থী শারীরিক ও মানসিক যন্ত্রণায় ভুগছেন।
এ রকম পরিস্থিতিতে ডাকসু নির্বাচনের আয়োজনকে স্বাগত জানিয়েছি। কিন্তু সন্ত্রাস-দখলদারিত্বে পরিপূর্ণ আবাসিক হলে ভোটকেন্দ্র রাখলে নির্বাচন সুষ্ঠু হবে না। তাই আমরা 'ডাকসু নির্বাচনে হলে নয়, অনুষদে ভোটকেন্দ্র চাই' এ আহ্বানে আমরা বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছি।