বিনা পারিশ্রমিকে পড়াচ্ছেন ঢাকা কলেজের আবীর
নিউজ ডেক্স
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩২ এএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েকদিন থেকেই 'দুইজন দরিদ্র ও মেধাবী ছাত্র/ছাত্রীকে বিনা পারিশ্রমিকে পড়াতে চাই'-এর একটি বিজ্ঞাপনের ছবি ভাইরাল হচ্ছে। ঢাকা কলেজের শিক্ষার্থী আবীর হাসান আকাশের এই ব্যতিক্রম বিজ্ঞাপনটি ইতিমধ্যে নজরে এসেছে অনেকের। অনেকে নিজের শেয়ারও করছেন এটি।
আবীরের বিজ্ঞাপনের পোস্টারটি দেয়ালে লাগানোর পর তা দেখে কেউ ছবি তুলে ফেসবুকে ভাইরাল করে দেয়। এরপর ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল ফোন আসতে থাকে তার কাছে। দুইজন শিক্ষার্থীকে পড়াতে চাইলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য গরীব, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীর ফোন পান তিনি। অনেকেই তাদের সন্তানকে পড়ানোর আবেদন করেন ফোনের মাধ্যমে।
জানা গেছে, এই বিজ্ঞাপনদাতা আবীর হাসান আকাশ ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র। ঢাকা কলেজের দক্ষিণ হোস্টেলে থাকা এই শিক্ষার্থী জানান, 'উত্তরা, মিরপুর মোহাম্মদপুর এসব দূরের এলাকা থেকেও কল পেয়েছি। কিন্তু হোস্টেল থেকে বেশি দূরে গিয়ে পড়ানো এখন সম্ভব নয়। ধানমণ্ডি, নিউ মার্কেট আর আজিমপুর থেকে পাওয়া কয়েকটি ফোন কলে সাড়া দিয়েছি। এজন্য গত এক সপ্তাহে ১১/১২টি বাসায় গিয়েছেন। অপেক্ষাকৃত বেশি দরিদ্র এবং মেধাবী দুইজন শিক্ষার্থীকে বেছে নেয়ার জন্যই এটা করেছি'।
যাচাইবাছাই শেষে পড়াশুনায় আগ্রহী কিন্তু দরিদ্র দুইজন শিক্ষার্থী পেয়েও গেছেন আবীর। আজিমপুরের এক আইসক্রিম বিক্রেতার ষষ্ঠ শ্রেণিতে পড়া ছেলে এবং নিউ মার্কেটের পেছনের আইয়ুব আলী কলোনিতে থাকা এক চা বিক্রেতার তৃতীয় শ্রেণিতে পড়া ছেলে এখন আবীরের ছাত্র। এই দুই কোমলমতি শিক্ষার্থী মেধাবী, মনোযোগী কিন্তু তার অভিভাবকদের বাসায় শিক্ষক রেখে পড়ানোর সামর্থ নেই ।
আবীর আরও জানান, 'আগামী ১ ফেব্রুয়ারী থেকে সপ্তাহে ৩/৪ দিন ওই দুই শিক্ষার্থীর বাসায় গিয়ে পড়াবেন। তার এমন পদক্ষেপের দেখা দেখি রুমমেটের অনেকেই এভাবে বিনা পারিশ্রমিকে দরিদ্রদের পড়াতে আগ্রহ দেখিয়েছেন'।