বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাবু সোনা হত্যায় স্নিগ্ধার মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

রংপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবুসোনা হত্যা মামলায় আসামি স্নিগ্ধা সরকার ওরফে দীপাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এবিএম নিজামুল হক এ আদেশ দেন।
 
রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুল মালেক বলেন, গেলো অক্টোবর মাসের ৩০ তারিখ থেকে এই হত্যা মামলার স্বাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এর আগে ২১ অক্টোবর অভিযোগপত্র আমলে নিয়ে বিচার কার্যক্রম শুরুর আদেশ দেন এ আদালতের বিচারক। যুক্তি তর্ক শুরুর আগে কড়া পুলিশি পাহারায় এ হত্যা মামলার একমাত্র বেঁচে থাকা আসামি স্নিগ্ধা সরকার ওরফে দীপাকে আদালতে হাজির করা হয়।

পিপি আব্দুল মালেক, বছরের ২৯ মার্চ বৃহস্পতিবার রাতে রংপুর বারের সহকারী সম্পাদক বাবু সোনাকে ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর তার লাশ তাজহাট মোল্লাপাড়ায় প্রেমিক শিক্ষক কামরুলের ভাইয়ের বাড়ির ঘরের মেঝেতে পুঁতে রাখা হয়। পরবর্তীতে ৩ এপ্রিল রাতে বাবুসোনার স্ত্রী স্নিগ্ধা সরকার ওরফে দীপাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যা ব আটক করে। তিনি এ হত্যার কথা স্বীকার করেন। লাশের অবস্থান সম্পর্কে তাদের জানান। সেই সূত্র ধরে ওই দিন রাতে মোল্লাপাড়ার একটি বাড়ির মেঝে খুঁড়ে নিহত আইনজীবী বাবুসোনার গলিত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাবুসোনার স্ত্রী স্নিগ্ধা সরকার ওরফে দিপা, প্রেমিক শিক্ষক কামরুল ইসলাম, বাবুসোনার সহকারী মিলন মোহন্ত, ছাত্র মোল্লাপাড়া এলাকার সবুজ ইসলাম ও রোকনুজ্জামানকে গ্রেফতার করে। এঘটনায় নিহত বাবুসোনার ছোট ভাই সাংবাদিক সুশান্ত ভৌমিক রংপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন।