বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অসৎ সঙ্গ ও মাদক থেকে দূরে থাকতে হবে : ডালিয়া লিয়াকত

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২৩ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকার সহধর্মীনি ডালিয়া লিয়াকত বলেছেন, ‘শিক্ষার উদ্দেশ্য শুধু সার্টিফিকেট অর্জন নয়। তাই মনোযোগের সাথে লেখাপড়া করতে হবে এবং নিজের উজ্জ্বল ভবিষ্যত গঠনের পাশাপাশি দেশ ও জাতিকে এগিয়ে নেয়ার সংকল্প রাখতে হবে। আর এই সাফল্যের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে অসৎ সঙ্গ ও মাদক। তাই উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে অসৎ সঙ্গ ও মাদক থেকে দূরে থাকতে হবে।’

২৮ জানুয়ারি সোমবার সোনারগাঁয়ের শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ডালিয়া লিয়াকত এসব কথা বলেন।

শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক মনির হোসেন তোতার সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু সিদ্দিক মোল্লা, প্রমিজ চাইল্ড একাডেমীর অধ্যক্ষ ও আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহমুদা ইসলাম ফেন্সী, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সোনারগাঁ উপজেলা শাখার চেয়ারম্যান জাহানারা আক্তার, পৌরসভার কাউন্সিলর জাহেদা আক্তার মনি, বিশিষ্ট শিল্পপতি মনির হোসেন মঞ্জিল, কামরুজ্জামান প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা, সহকারি শিক্ষক মফিজুল ইসলাম সহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।