বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:০২ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

বন্দরের নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান, নবীণ বরণ সহ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

২৯ জানুয়ারী মঙ্গলবার সকালে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি আতাউর রহমান মুকুল।

বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য হাবিবুর রহমান, হাজী আয়নাল হক, নাসির উদ্দিন, স্কুলের বিদায়ী শিক্ষক মাওলানা নুরুল হক, আতাউল হকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন নিতাই মজুমদার, শামীম মিয়া, মুক্তি বেগম, রওশন আরা প্রমুখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সায়মা খানমের সভাপতিত্বে নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের পুরস্কার, বিদ্যালয়ে সর্বোচ্চ উপস্থিতির উপর পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন, কৃষ্ণা রানী দাস ও দেলোয়ার হোসেন। প্রধান অতিথি বলেন, এখন আর আগের মত নেই। এখন মেয়েরা শুধু ঘরে বসে রান্না করবে সেই দিন নাই। আজ দেশ অনেক এগিয়েছে। আজকের মেয়েরা পুরুষের পাশাপাশি দেশ গড়ার কাজে সমান তালে অংশগ্রহণ করছেন। আজকের বিশ্ব নারী-পুরুষ উভয়ে নিয়ন্ত্রণ করছে। আমাদের দেশের কথাই বলা যাক। বাংলাদেশর সরকার প্রধান মানে প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, শিক্ষামন্ত্রী নারী। এমনকি আমাদের নারায়ণগঞ্জের সিটি মেয়রও নারী। আর এ অবস্থায় পৌছাতে হলে ভাল করে শিক্ষা গ্রহণ করতে হবে। যে দেশের নারীরা বেশী শিক্ষিত সে দেশ দ্রুত শিক্ষিত জাতিতে পরিণত হয়। তাই বিদায়ী শিক্ষার্থীদের প্রতি আহবান তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে অবদান রাখবে। আলোচনা ও পুরস্কার শেষে দোয়া করা হয়।