আমি এ বিষয়টি দেখবো, আপনারা চিন্তা করবেন না: শামীম ওসমান
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:০৫ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার
রূপার একটি ব্রেসলেটকে কেন্দ্র করে সিয়াম নামে এক হোসিয়ারি শ্রমিককে খুন করে তারই বন্ধু নিলয় ও তার সহযোগি। সিয়াম হত্যার সুষ্ঠু বিচার চেয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের দ্বারস্থ হয় সিয়ামের পরিবার। এ সময় সিয়ামের নানি আলেয়া বেগম শামীম ওসমানকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদতে থাকেন। অন্যদিকে পা জড়িয়ে ধরে থাকেন সিয়ামের বাবা সোহেল। এ সময় এমপি শামীম ওসমানও এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে বলে পরিবারের লোকজনকে আশ্বস্ত করেন।
মাসদাইর লিচুবাগ এলাকার ১৬ বছর বয়সী হোসিয়ারি শ্রমিক সিয়াম হত্যার সুষ্ঠু বিচার, হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে শহরে বিক্ষোভ মিছিলও করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় মিছিল নিয়ে চাষাড়ার রাইফেলস ক্লাবে এমপি শামীম ওসমানের কাছে সুষ্ঠু বিচারের দাবি করে তার সাথে দেখা করেন নিহত সিয়ামের পরিবার ও এলাকাবাসী।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সঙ্গে দেখা করার জন্য রাইফেলস ক্লাবে অবস্থান করেন তারা। অপেক্ষার পর সাংসদ একেএম শামীম ওসমানকে দেখে কান্নায় ভেঙ্গে পড়ে নিহত সিয়ামের পরিবার। কান্নাজড়িত কণ্ঠেই নিহতের পরিবার ও এলাকাবাসী সিয়াম হত্যার সুষ্ঠু বিচার ও হত্যাকারীর সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানান।
সকলের কথা শোনার পর নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ একেএম শামীম ওসমান নিহতের পরিবারকে আশ্বস্ত করে বলেন, ‘আমি এ হত্যাকাণ্ড বিষয়ে অবগত। আমি এ বিষয়টি দেখবো, আপনারা চিন্তা করবেন না।’