সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৫ মার্চ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ১৫ মার্চ থেকে শুরু হবে ।

সূত্র জানিয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরুর নীতিগত সিদ্ধান্ত ছিল। কিন্তু এসএসসি পরীক্ষার কারণে পরীক্ষা পিছিয়ে মার্চে নেয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবর্তে এবার পরীক্ষা গ্রহণে নেতৃত্ব দেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে ডিজিটাল পদ্ধতিতে। এবারো আগের মতোই লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হবে। এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষায় ৮০ নম্বর ও ভাইভায় বরাদ্দ থাকবে ২০ নম্বর।
 
গত বছরের ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে ২৪ লাখের বেশি আবেদন জমা পড়ে। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে www.dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে। ওএমআর শিট পূরণের নিয়ম এবং পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে।