রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা ২য় পত্র

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৫০ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার

সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের প্রস্তুতির সুবিধার্থে বাংলা ২য় পত্রের উপর একটি মডেল টেস্ট দেয়া হলো। যাতে করে আসন্ন এসএসসি পরীক্ষায় এ বিষয়ে আশানুরুপ ফল করতে পারো।

১. যে নারীর স্বামী ও পুত্র নেই-এককথায় কি হবে ?

ক. অনূঢ়া খ. কুমারী

গ. নবোঢ়া ঘ. অবীরা

২. কোন বাক্যটির অর্থ ভিন্ন?

ক. মণিকাঞ্চন যোগ খ. সোনায় সোহাগ

গ. আদায়-কাঁচকলায় ঘ. আম-দুধে মেশা

৩. বাক্যে দুটি অংশ থাকে এ দুটি কী?

ক. ক্রিয়া ও কর্ম খ. উদ্দেশ্য ও বিধেয়

গ. কর্তা ও কর্ম ঘ. বিশেষ্য ও বিশষণ

৪. বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার?

ক. তিন প্রকার খ. চার প্রকার

গ. পাঁচ প্রকার ঘ. ছয় প্রকার

৫. ‘কুলি’ শব্দের লিঙ্গান্তর কী হবে?

ক. কামিনী খ. কুলিনী

গ. কমিন ঘ. কমিনা

৬. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

ক. মুখচন্দ্র খ. পুরুষ

গ. স্মৃতিসৌধ ঘ. তুষারশুভ্র

৭। অনুসর্গ কী?

ক. শব্দ বিভক্তি খ. উপসর্গ

গ. ক্রিয়া ঘ. অব্যয়

৮. কোনটি একবচন?

ক. লোকে বলে খ. মাঠে মাঠে ধান

গ. শুনবে যদি গল্পটি ঘ. পাখি সব করে রব

৯. কোন পত্র আসলে পত্র নয়?

ক. ব্যক্তিগত খ. মানপত্র

গ. আবেদন ঘ. চুক্তিপত্র

১০. সন্ধি কোন অংশের আলোচ্য বিষয়?

ক. রূপতত্ত্ব খ. ধ্বনিতত্ত্ব

গ. পদ ঘ. বাক্যপ্রকরণ

১১. প্রত্যক্ষ উক্তির ‘আগামীকাল’ পরোক্ষ উক্তিতে কী হবে?

ক. আগের দিন খ. পরদিন

গ. পূর্বদিন ঘ. সেদিন

১২. ‘দুধের মাছি’ প্রবাদটির অর্থ কী?

ক. সুসময়ের বন্ধু খ. স্বার্থপর ব্যক্তি

গ. বেহায়া ঘ. চালবাজি লোক

১৩. পত্র লেখার প্রকৃত উদ্দেশ্য কী?

ক. ভাষার শিক্ষা গ্রহণ খ. নিজের পরিচয় প্রকাশ

গ. ব্যথা দূর করা ঘ. মনের ভাব জানানো

১৪. The Lion is a beast of prey- এর সঠিক অনুবাদ কোনটি?

ক. সিংহ শিকারি পশু খ. সিংহ শিকার করে

গ. সিংহ প্রার্থনা করে ঘ. সিংহ পশুর রাজা

১৫. ‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়’ - কোন পত্রে এই বাক্য ব্যবহার করা হয়?

ক. মানপত্রে খ. শ্রদ্ধাঞ্জলিপত্রে

গ. আবেদনপত্রে ঘ. নিমন্ত্রণপত্রে

১৬. পত্র রচনার সময় অবশ্য বর্জনীয় কোনটি?

ক. সহজ ভাষা খ. সর্বপ্রকার বাহুল্য

গ. সংক্ষিপ্ত ভাষা ঘ. অলংকৃত ভাষা

১৭. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়?

ক. পালি খ. হিন্দি

গ. উড়িয়া ঘ. বঙ্গ কামরূপী

১৮. চলিতরীতির প্রবর্তন করেন কে

ক. প্যারিচাঁদ মিত্র খ. গিরিশচন্দ্র সেন

গ. প্রমথ চৌধুরী ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

১৯. Let us have a walk- এ অর্থ কী?

ক. হাঁটার ইচ্ছা আছে

খ. চল বেড়াতে যাই

গ. আমাদের হাঁটার অভ্যাস করা উচিত

ঘ. আমাদের হাঁটার অভ্যাস আছে

২০. অপাদান কারকে সপ্তমী বিভক্তি কোনটি?

ক. সবুজ ঘাসে ছেয়ে গেছে মাঠ খ. পাখিতে বাসা বেঁধেছে

গ. এই মেঘে বৃষ্টি হবে ঘ. নদীতে অনেক ঢেউ

উত্তর : ১. ঘ ২. গ ৩. থ ৪. ক ৫. গ ৬. ঘ ৭. ঘ ৮. গ ৯. খ১০. খ ১১. খ ১২. ক ১৩. ঘ ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. ঘ ১৮. গ ১৯. খ ২০. গ