রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

শেকৃবি’তে র‌্যাগ ডে শুরু

শিক্ষা ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:০০ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার

বর্ণাঢ্য র‌্যালির মধ্যে দিয়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) কৃষি অনুষদের ৭৩ তম ব্যাচের র‌্যাগ ডে উদযাপন শুরু হয়েছে।

বুধবার সকালে উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ চার দিনব্যাপী এ র‌্যাগ ডে’র উদ্বোধন করেন। উদ্বোধন শেষে শিক্ষার্থীরা একে অপরের টি-শার্টে নিজেদের স্বাক্ষর দেন। কেউবা আবার লিখছেন- বন্ধু, মনে রেখ আমায়! ভাল থেকো সবসময়!

পরে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়।


 
র‌্যাগ ডে’র উৎসবের রঙে বুধবার রঙিন হয়েছে ক্যাম্পাসের সবাই। ঢোল ও বাঁশির তালে আত্মহারা ছাত্র-ছাত্রীরা নেচে-গেয়ে, রঙ ছুড়ে, ঘোড়ার গাড়িতে চড়ে, রঙে সঙে সেজে গ্রুপ ছবি তুলে উদযাপন করেছে র‌্যাগ ডে’র প্রথম দিন।

চার দিনব্যাপী এ উৎসবের প্রধান আকর্ষণ বৃহস্পতিবার সাংস্কৃতিক সন্ধ্যা এবং শুক্রবার শিরোনামহীন ব্যান্ডের কনসার্ট।