বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২০ ১৪৩১   ০২ জমাদিউস সানি ১৪৪৬

মাটির সানকিতে মধ্যাহ্ন ভোজ করলেন মন্ত্রী গাজী

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

একটা সময় ছিল যখন মাটির তৈরি বাসন-কোসন ব্যবহার করা হতো। সে সময় মেলামাইন বা সিরামিকের প্লেটে নয় খাবার খাওয়া হতো মাটির তৈরি সানকিতে। কালের বিবর্তনে সেই সানকির ব্যবহার এখন আর নেই। তবে এখনো বিভিন্ন মিলাদ মাহফিলে সানকিতে খাবার পরিবেশন করা হয়। তেমনই এক ওরশে শরিক হয়ে সানকিতে মধ্যাহ্ন ভোজের খাবার খেলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে দেওভোগের আলী আহাম্মদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয়ে সাবেক পৌর মেয়র আলী আহাম্মদ চুনকার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারো এই দোয়া মাহফিলে জেলার বিশিষ্টজনদের নিমন্ত্রণ জানান আলী আহাম্মদ চুনকার কন্যা ও নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মেয়রের নিমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক সহ বিশিষ্টজনরা উপস্থিত হন।


মিলাদ মাহফিলের রেওয়াজ অনুযায়ী মাটির তৈরি সানকিতে খাবার পরিবেশন করা হয়। নিয়ম অনুযায়ী মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, জেলার পুলিশ সুপার হারুন অর রশিদসহ আমন্ত্রিত সকলেই সানকিতেই মধ্যাহ্ন ভোজ সম্পন্ন করেন। 
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নাসিক মেয়র ও আলী আহাম্মদ চুনকার কন্যা ডা. সেলিনা হায়াৎ আইভী, সংরক্ষিত নারী আসনের সাংসদ হোসনে আরা বেগম বাবলী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল বারী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুজ্জামান, আব্দুল কাদির, জাতীয় শ্রমিক লীগের শ্রমিক উন্নয়ন বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ও চুনকা পুত্র আহাম্মদ আলী রেজা উজ্জল প্রমুখ।