সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মসজিদে নববীর পশ্চিম প্লাজা বাড়াতে নির্মাণকাজ শুরু

নিউজ ডেক্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ পাল্টে যাচ্ছে। 

 

 

মসজিদে নববীর পশ্চিম প্লাজা​ (ছবি সংহৃহীত)

সৌদি আরবের মদীনা উন্নয়ন কর্তৃপক্ষ মসজিদে নববীর পশ্চিম প্লাজা বাড়াতে নির্মাণকাজ শুরু করেছে। এজন্য কর্তৃপক্ষ আল-সালাম জাদুঘর ছাড়া মসজিদের পশ্চিম অংশ ভেঙে ফেলা হচ্ছে। সেখানেই সম্পূর্ণ নতুন আঙ্গিকে হচ্ছে নির্মাণকাজ।

বর্ধিত অংশের মধ্যে সক আল-মানাখা মার্কেট করা হচ্ছে, যেটি নবীজীর (সা.) মসজিদের সঙ্গে যুক্ত হবে।

 

কর্তৃপক্ষ জানায়, মসজিদের পশ্চিম অংশ ভাঙতে ১৫ দিন লাগবে। এ সময়ে ৮ থেকে ১৫ নম্বর ফটক বন্ধ থাকবে। তবে বাকি ফটক দিয়ে মসজিদে যাওয়া-আসা করা যাবে।

পৌর কর্তৃপক্ষ সক আল-মানাখার লোকজনককে অন্য জায়গায় স্থানান্তরের নির্দেশ দিয়েছে।

মদীনার আমির প্রিন্স ফয়সাল বিন-সালমান পৌর কর্তৃপক্ষ এবং মদীনা উন্নয়ন কর্তৃপক্ষকে সক আল-মানাখার নারী-পুরুষদের বসবাস উপযোগী স্থানে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছেন।